বিশ্বকাপে ভারতের হারের পর ঘুম ভাঙল ICC-র, এবার প্লেয়ারদের স্বার্থে নিচ্ছে বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর ইতিমধ্যেই আইসিসির জৈব সুরক্ষা বলয়কে কাঠগড়ায় তুলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সহ অনেকেই। রবি শাস্ত্রী তো পরিষ্কার জানিয়েছেন, এই নিয়ম বদল না করলে আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগ্রহ হারিয়ে ফেলবেন খেলোয়াড়রা। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের উপরেও ভীষণ প্রভাব পড়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী এবার এই নিয়ম বদল করতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এক্ষেত্রে এবার আইসিসির তরফেও ইংলিশ প্রিমিয়ার লিগের ফর্মুলা ব্যবহার করা হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয়ে থাকার বাধ্যবাধকতা নেই। জানা গিয়েছে, আইসিসিও এইবার সেই পথেই হাঁটতে পারে।

লাগাতার ছমাস বায়ো বাবেলে থাকার জেরে ভারতীয় খেলোয়াড়দের মানসিক সবথেকে বড় প্রভাব পড়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। বিশ্বকাপের পারফরম্যান্সই তার সাক্ষী দিচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের ধারাবাহিকভাবে করোনা পরীক্ষা করা হয়েছিল। শুধুমাত্র করোনা পজিটিভ হলে তবেই সেই খেলোয়াড়কে পাঠানো হয়েছে আইসোলেশনে। এমনকি তার সঙ্গীদেরও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়নি।

t20 world cup trophy icc 415x246 1

শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। সদস্যরা প্রত্যেকেই এ বিষয়ে একমত যে এভাবে জৈব সুরক্ষা বলয় বেশিদিন ব্যবহার করা যাবে না। নতুন নিয়ম কবে থেকে কার্যকরী হবে সে নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করেনি আইসিসি।

 


Abhirup Das

সম্পর্কিত খবর