ভালো পারফরম্যান্সের ফল পেলেন অর্শদীপ, এই বিশেষ পুরস্কারের জন্য তাকে মনোনীত করলো ICC

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ বছরটা নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ছিল। একাধিক হাড্ডাহাড্ডি দ্বিপাক্ষিক সিরিজ, শ্রীলঙ্কার এশিয়া কাপ জয় (Asia Cup 2022), ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় (T-20 World Cup 2022), টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট, পাকিস্তানের মাটিতে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং সফরকারি দলগুলির দুর্দান্ত পারফরম্যান্স সবমিলিয়ে উপভোগ করার মত একাধিক বিষয় হাতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

এই প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কোনও তরুণ ক্রিকেটার নিজের ব্যক্তিগত দক্ষতার প্রদর্শন করে সকলের মনকে মুগ্ধ করে দিয়েছেন। কিন্তু তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কে? সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই আইসিসি এবার ‘মেনস ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ক্রিকেটার’ ক্যাটাগরিতে পাঁচজন তরুণ ক্রিকেটারের নাম ঘোষণা করেছেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা শুনলে খুশি হবেন যে এই তালিকায় নাম রয়েছে তরুণ পাঞ্জাবি বাঁ-হাতি পেসার অর্শদীপের (Arshdeep Singh)।

Arshdeep Team india

অর্শদীপ চলতি বছরে প্রথমবার ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছেন। চলতি বছরের ৭ই জুলাই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। এখনও অবধি মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই মাঠে নেমেছেন তিনি। তাতেই তার পারফরম্যান্সের জন্য তিনি এই বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ভারতীয় দলের হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিনি মোট ১৫টি উইকেট নিয়েছেন। চলতি ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজের ঝুলিতে ৩৩টি আন্তর্জাতিক উইকেট তোলার গৌরব অর্জন করেছেন। শুধু তাই নয়, ডেথ বোলিংয়েও তিনি বুমরার অনুপস্থিতিতে কঠিন পরিস্থিতিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

অর্শদীপ ছাড়া যে কয়েকজন ক্রিকেটার এই বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন, তারা হলেন:
● মার্কো জেন্সন (দক্ষিণ আফ্রিকা)
● ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
● ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর