বাংলা হান্ট ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৪ সালের বেস্ট ODI দলের (ICC Men’s ODI Team) ঘোষণা করেছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, সেখানে কোনও ভারতীয় খেলোয়াড় জায়গা পাননি। যেটি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
ICC-র ২০২৪ সালের বেস্ট ODI দল (ICC Men’s ODI Team):
এদিকে, ওই দলে (ICC Men’s ODI Team) পাকিস্তান ক্রিকেট দল ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়দের দাপট দেখা গেছে। এই দুই দেশের ৭ জন খেলোয়াড় ২০২৪ সালের বেস্ট ODI দলের অংশ হয়েছেন। এছাড়াও, আফগানিস্তানের ৩ জন খেলোয়াড় ওই দলে জায়গা পেয়েছেন। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ১জন খেলোয়াড় রয়েছেন।
ICC বেস্ট ODI দল ২০২৪: স্যাম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আল্লাহ গজানফার।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই দলে (ICC Men’s ODI Team) থাকা পাকিস্তানের তরুণ বাঁ-হাতি ওপেনার আইয়ুবের জন্য ২০২৪ একটি ব্রেকআউট সিজন হিসেবে বিবেচিত হয়েছে। তিনি ৯ টি ODI-তে ৬৫ এভারেজে এবং ১০৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন। যার মধ্যে ৩ টি সেঞ্চুরিও রয়েছে। এদিকে, আফগানিস্তানের ওপেনার গুরবাজ ১১ ম্যাচে ৫৩১ রান করেছেন। যার মধ্যে ৩ টি সেঞ্চুরি এবং ২ টি হাফ সেঞ্চুরি রয়েছে।
ICC ODI TEAM OF THE YEAR 2024:
Saim Ayub, Gurbaz, Nissanka, Kusal Mendis, Asalanka (C), Rutherford, Omarzai, Hasaranga, Shaheen, Rauf, Ghazanfar. pic.twitter.com/wr8c4fvn2O
— Johns. (@CricCrazyJohns) January 24, 2025
এছাড়াও, শ্রীলঙ্কার নিসাঙ্কা ১২ ম্যাচে ৬৯৪ রান করেছেন। যেখানে তিনি ৩ টি সেঞ্চুরি এবং ২ টি হাফ সেঞ্চুরিও করেছেন। উইকেটরক্ষক নির্বাচিত হওয়া মেন্ডিস ১৭ ম্যাচে ৭৪২ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ৬ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এদিকে, ক্যাপ্টেন হিসেবে বিবেচিত আসালঙ্কা ১৬ টি ম্যাচে ১ টি সেঞ্চুরি ও ৪ টি হাফ-সেঞ্চুরি সহ ৬০৫ রান করেন।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, এবার এই দেশে বড়সড় সঙ্কটের সম্মুখীন আদানি! সত্যি সামনে আসতেই শুরু হইচই
এদিকে, এই দলে (ICC Men’s ODI Team) সুযোগ পাওয়া এশিয়ার বাইরের একমাত্র খেলোয়াড় হলেন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ টি ম্যাচে ১০৬ এভারেজে এবং ১২০ স্ট্রাইক-রেটে ৪২৫ রান করেছেন তিনি। এই সময়ে তিনি ১ টি সেঞ্চুরি ও ৪ টি হাফ সেঞ্চুরি করেন। অলরাউন্ডার ওমরজাই আফগানিস্তানের হয়ে ১২ টি ম্যাচে ৪১৭ রান করার পাশাপাশি ১৭ টি উইকেটও নিয়েছেন।
আরও পড়ুন: আদানিকে টক্কর দিতে আম্বানির মাস্টারস্ট্রোক! তৈরি করতে চলেছেন বিশ্বের সবথেকে বড়….
ব্যাটিংয়ে তিনি ১ টি সেঞ্চুরি ও ৩ টি হাফ সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসরাঙ্গা ১০ টি ম্যাচে ২৬ টি উইকেট নিয়েছেন। এই সময়ের মধ্যে ১৯ রানে ৭ উইকেট নেওয়া ছিল তাঁর সেরা পারফরম্যান্স। মাত্র ৬ টি ম্যাচে ১৫ টি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার শাহীন। এদিকে, ৮ ম্যাচে ১৩ টি উইকেট পেয়েছেন রউফ। এই সময়ে তিনি একবার ৫ টি উইকেটও শিকার করেন। এর পাশাপাশি আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার গজনফার ১১ টি ম্যাচে ২১ টি উইকেট নিয়েছেন।