বোকা বানিয়ে পাকিস্তানী ব্যাটসম্যানকে ডবল সেঞ্চুরি থেকে বঞ্চিত, ICC-র রোষানলে কুইন্টন ডি’কক

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। আর এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতলেও এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি’কক।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের কাছে 341 রানের টার্গেট ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের কোন ব্যাটসম্যান সেভাবে সাফল্য না পেলেও ব্যাট হাতে জ্বলে উঠেন ফকর জামান। একা হাতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমন ধ্বংস করে দেন তিনি। তবে শেষ রুক্ষা হল না। ব্যক্তিগত 193 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ফকরকে।

https://twitter.com/realkez/status/1378742812104142848?s=20

এই ম্যাচের শেষ ওভারে রান আউট হন ফকর জামান। আর ফকরের এই আউট নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। ম্যাচের শেষ ওভারে লং অনে বল খেলে দু’রান নেওয়ার জন্য দৌড়ায় ফকর জামান। তিনি যখন প্রথম রান নিয়ে দ্বিতীয় রানের জন্য ক্রিজে ফিরছিলেন তখন ব্যাটসম্যানের এন্ডেই বল থ্রো করে মার্করম কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কুইন্টন ডি’কক হাতের ইশারা করে দেখায় বোলারের দিকে বল থ্রো করতে। এরফলে নিজের দৌড়ানোর জোর কমান ফকর এবং তিনি আউট হয়ে যান। তারপরই ডি’ককের এমন আচরণ নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

https://twitter.com/realkez/status/1378742812104142848?s=20

এমসিসির রান আউট সংক্রান্ত নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় কথা বলে কিংবা হাতের সাহায্যে অঙ্গিভঙ্গি করে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে রান আউট করার দোষে কুইন্টন ডি’কক-কে শাস্তি দিল আইসিসি। ডি’ককের ম্যাচ ফি-র 50 শতাংশ কেটে নেওয়া হয়েছে।

https://twitter.com/realkez/status/1378742812104142848?s=20

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর