বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা বর্ডার-গাভাস্কার ট্রফি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই সিরিজের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামগুলি দর্শকে পরিপূর্ণ ছিল। এর পাশাপাশি, ব্রডকাস্টিং এবং লাইভ স্ট্রিমিং-এও বিপুল সংখ্যক মানুষ এই সিরিজে যোগ দিয়েছেন। এমতাবস্থায়, এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে দু’টি বড় দেশ যখন একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে সেটি সমগ্র বিশ্বব্যাপী ক্রিকেট অনুরাগীদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। আর এই বিষয়টি মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ICC (International Cricket Council)।
কি পদক্ষেপ গ্রহণ করবে ICC (International Cricket Council):
টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা করছে ICC: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ICC (International Cricket Council) ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বোর্ডের সহযোগিতায় এই ৩ টি দেশের মধ্যে আরও টেস্ট সিরিজের আয়োজন করতে চায়।
A potential 2-tier Test cricket structure is in the works, with newly-elected ICC chairman Jay Shah leading the charge!
Top cricket boards from India, Australia, and England aim to host more marquee Test series, bringing exciting changes to the… pic.twitter.com/6wI82Wy3Na
— Sportskeeda (@Sportskeeda) January 6, 2025
দ্য এজ-এর রিপোর্ট অনুযায়ী, ICC (International Cricket Council)-র নতুন চেয়ারম্যান জয় শাহ এই বিষয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডের সঙ্গে কথা বলবেন। এদিকে, চলতি মাসের শেষের দিকে এই বৈঠক হতে পারে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: নিজেদের ব্যবস্থা নিজেকেই করতে হবে! নতুন বছরে টাটা গ্রুপে বড় পরিবর্তন, থেমে গেল বহু বছরের ঐতিহ্য
উল্লেখ্য যে, T20 ফরম্যাটের প্রবর্তনের পর থেকে ক্রিকেট অনুরাগীদের অনেকেই টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারিয়েছেন। এমতাবস্থায়, শুধুমাত্র বড় দেশগুলির মধ্যে হওয়া টেস্ট সিরিজ দেখার ক্ষেত্রেই ক্রিকেট অনুরাগীদের ভিড় পরিলক্ষিত হয়। তাই, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ICC (International Cricket Council) নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও এই কারণে শুরু হয়েছিল। এদিকে, যদি তিনটি ক্রিকেট বোর্ডই ICC-র এই পরিকল্পনায় আগ্রহ দেখায়, সেক্ষেত্রে টেস্ট ক্রিকেট পছন্দ করেন এমন অনুরাগীদের জন্য এটি একটি সুখবর হবে। এর পাশাপাশি ICC ও ক্রিকেট বোর্ডের আয়ও বাড়বে।
আরও পড়ুন: শুধু শুধু নেওয়া হয়েছে দলে! IPL 2025-এ খেলার সুযোগই পাবেন না KKR-এর এই ৩ তারকা প্লেয়ার
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে WTC ফাইনাল সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, ICC (International Cricket Council) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অপরদিকে, WTC ফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে গেল টিম ইন্ডিয়ার।