বাংলা হান্ট ডেস্কঃ ভারতের দুটি টেস্ট ম্যাচে গড়াপেটা হয়েছিল এমন দাবি করেছিল আল জাজিরা নামে এক চ্যানেল। তাদের দাবি ছিল ম্যাচ গড়াপেটার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কেউ যুক্ত না থাকলেও ভারতের সেই দুটি টেস্ট ম্যাচ গড়াপেটা হয়েছিল। তারা একটি তথ্যচিত্র তৈরি করে ম্যাচ গড়াপেটা প্রমাণ করতে চেয়েছিল কিন্তু আইসিসি তাদের সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এইভাবে কখনোই ম্যাচ গড়াপেটা সম্ভব নয়। তথ্যচিত্র প্রস্তুতকারকদের দাবি অহেতুক।
“ক্রিকেট’স ম্যাচ ফিক্সার’স” নামে সেই তথ্য চিত্রে বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রাপ্তন ক্রিকেটার হাসান রাজা, শ্রীলঙ্কার প্রাপ্তন ক্রিকেটার থারাঙ্গা ইন্ডিকা এবং থারিন্দু মেন্ডিস সহ আরও বেশ কয়েক জন ম্যাচ গড়াপেটাকারী। তাদের দাবি 2016 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্ট এবং 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচি টেস্টে ম্যাচ গড়াপেটা হয়েছিল। পুরো ঘটনাটি হয়েছিল বাইরে থেকে।
আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ” তথ্যচিত্রে যেভাবে দুর্নীতি করা দেখানো হয়েছে সেটা কিছুতেই সম্ভব নয়। মাত্র কয়েক জনের কল্পনার উপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে। আইসিসির একটি দল এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করেছে, গড়াপেটা সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই চ্যানেলের দাবি পুরোপুরি ভাবে উড়িয়ে দেওয়া হল। এই ঘটনায় কাউকেই কাটগোড়ায় তোলা হবে না।”