বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন। চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার মাটিতে কেরিয়ারে প্রথমবারের জন্য নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। বিসিসিআইয়ের সূত্র মারফত জানা গেছে যে আইসিসির এলিট প্যানেলে নীতিন মেননের মেয়াদ আরও এক বছরের জন্য বেড়েছে।
এই মুহূর্তে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ারদের সংখ্যা ১১। যাদের মধ্যে একমাত্র ভারতীয় হলেন মেনন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা একটি সাক্ষাৎকারে বলেছেন, “মেননের কাজে খুশি হয়ে আইসিসি সম্প্রতি তার মেয়াদ আরো একবছর বাড়িয়েছে। গত তিন চার বছর ধরে তিনি আমাদের দেশের প্রধান আম্পায়ার। জুন মাসের শেষের দিকে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে অভিষেক হবে তার।”
২০২০ সাল থেকেই আইসিসির এলিট প্যানেলে সদস্য নিয়ে মেনন। এস ভেঙ্কটরাঘবন ও এস রবির পর তিনি তৃতীয় ভারতীয় যিনি এই এলিট প্যানেল এর অংশ হতে পেরেছেন। দুই বছর হলো তিনি এই এলিট প্যানেল এর অংশ। তাও এখনো কোনদিনও নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করতে পারেননি দু’বছরে এটা শুনে অনেকেই আশ্চর্য হচ্ছেন।
আসল ব্যাপারটা হচ্ছে তিনি যখন এলিট প্যানেলে অংশ হন তখন থেকেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস জনিত মহামারী। বিদেশ যাত্রায় অনেক বাধা নিষেধ তৈরি হয়। সেই সময়ে আইসিসি প্রত্যেক দেশের দেশীয় আম্পায়ারদের নিজেদের দেশের সিরিজে আম্পায়ারিং করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে করোনার ভ্রুকুটি কমেছে। ফলে এবার আর নিরপেক্ষ দেশে ম্যাচ খেলাতে অসুবিধা থাকছে না মেননের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা