বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট ম্যাচে ডিআরএস একটি বড় ভূমিকা পালন করে। কোন দল যখন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারে না তখন তারা ডিআরএস নেয়। ডিআরএস নেওয়ার ফলে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বারেবারে খতিয়ে দেখে তৃতীয় আম্পায়ার এবং তারপর তিনি সিদ্ধান্ত জানান। আর এই ডিআরএস নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি। এটা তীব্র মাত্রা ধারণ করে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে।
ডিআরএস এর মধ্যে আম্পায়ার্স কল নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তারপরই এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসতে বাধ্য হয় আইসিসি। এবার ডিআরএস এর নিয়মে কিছুটা বদল আনলো অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি। সাধারণত কোন ডিআরএস নেওয়ার সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তৃতীয় আম্পায়ার। কিন্তু তিনি মাঠে উপস্থিত থাকা দুই আম্পায়ারের সিদ্ধান্তকেও গুরুত্ব দিয়ে থাকেন। সেই নিয়ম পুরোপুরিভাবে উঠে না গেলেও কিছুটা পরিবর্তন করা হল।
এই বিষয়ে কুম্বলেকে প্রশ্ন করা হলে কুম্বলে জানিয়েছেন, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ডিআরএস সিদ্ধান্তটি পুরোপুরিভাবে প্রযুক্তির মাধ্যমে নেওয়া হলেও মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে। না হলে তাদেরকে চূড়ান্ত অসম্মান করা হয়।
এই বিষয়টি নিয়ে আমাদের সিদ্ধান্ত, ” এলবিডব্লিউ-র ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তের মাত্রা বাড়িয়ে স্ট্যাম্পের মাথা অবধি করে দেওয়া হয়েছে। এর ফলে যদি বেলের মাথা পেরিয়ে যায় বলের অর্ধেক অংশ সে ক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে না। ফলে পুরো সিদ্ধান্তটি নেওয়া হবে প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও রান নেওয়ার সময় ব্যাটসম্যান ক্রিজ ছুঁয়েছেন কিনা সেটি দেখার দায়িত্ব এবার থেকে তৃতীয় আম্পায়ারের, এক্ষেত্রে ফিল্ড আম্পায়ারদের আর কোন ভূমিকা থাকবে না।”