প্রকাশিত হল আইসিসি টি-২০ রাঙ্কিং, তালিকায় মাত্র ২ ভারতীয়

বাংলা হান্ট ডেস্কঃ পুরুষদের টি-টোয়েন্টি রাঙ্কিং প্রকাশ করল আইসিসি। সদ্য সমাপ্ত হয়েছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের উপর ভিত্তি করেই প্রকাশিত হল টি-টোয়েন্টি রাঙ্কিং। টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই ভারতীয়। একজন ভারত অধিনায়ক বিরাট কোহলি অপরজন কে এল রাহুল।

টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান কে এল রাহুল, ভারত অধিনায়ক বিরাট কোহলি তালিকায় ছয় নম্বরে। এই তালিকায় সবার শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

   

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তালিকায় একধাপ নেমেছে, বর্তমান তার রাঙ্কিং 4, 5 নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকার রাসি ড্যান ডে। সাত নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়া তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গুপ্টিল, এক লাফে তিন ধাপ উঠে তিনি ঢুকে পড়েছেন 8 নম্বরে। এছাড়াও নয় নম্বরে রয়েছেন আফগানিস্তানের হজরত উল্লাহ জাজাই এবং দশ নম্বরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।

উল্লেখযোগ্যভাবে টিটোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে স্থান পায়নি কোন ভারতীয় বোলার। র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে আফগানিস্তানে রশিদ খান, দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকার সামসি এবং তৃতীয় স্থানে আফগানিস্তানের মুজিব ওরফে রহমান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর