ধোনির অবসরে বিশেষ ভিডিও পোস্ট করে মাহির কীর্তিকেই কুর্নিশ জানালো ICC

বাংলাহান্ট ডেস্কঃ 2011 বিশ্বকাপের ফাইনালে ছক্কা মেরে দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। সেই সময় কমেন্ট্রি বক্সে থাকা রবি শাস্ত্রী চেঁচিয়ে বলে উঠেছিলেন ধোনি ফিনিশিং অফ ইন স্টাইল। তবে নিজের ক্যারিয়ারের শেষে কোন বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মানলেন না। নিজের ক্যারিয়ারের শেষ করলেন একেবারে চুপিসারে। নয় কোনো সাংবাদিক সম্মেলন, নয় কোন বড়োসড়ো অনুষ্ঠান একেবারে চুপিসারে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনি বরাবরই একটা কথা বলে এসেছেন, স্টিক টু দ্য বেসিক। নিজের অবসর ঘোষণাতেও সেই বেসিক বজায় রাখলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। আর তাই ধোনির মতো একজন সফল অধিনায়ক এর অবসরে বিশেষ ভিডিও প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই ভিডিও পোস্ট করে যেন ধোনির কৃতীকেই কুর্নিশ জানালো আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর