নবমীতেই বিসর্জন! ২৩ অক্টোবরই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা সিরিয়াল, মন খারাপ দর্শকদের

বাংলা হান্ট ডেস্ক : নতুনকে জায়গা করে দিতে পুরাতনকে তো বিদায় নিতে হবে। সৃষ্টির নিয়মে এটাই চলে আসছে সেই কোন আদিকাল থেকে। অন্যথা হয়নি টেলি দুনিয়াতেও। নতুনদের জায়গা করে দিতে সরে যেতে হচ্ছে পুরনো সিরিয়ালদের (Bengali Serial)। এই যেমন সদ্যই খবর মিলেছে আগামী ২৩ অক্টোবরই শেষ হবে জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় মেগা সিরিয়াল।

বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মোট তিনটি সিরিয়ালের সফরনামা বন্ধ করতে চলেছে জি বাংলা। তালিকায় ছিল ‘খেলনা বাড়ি’, ‘ইচ্ছে পুতুল’ আর ‘গৌরী এলো’র নাম। ইতিমধ্যেই একবার করে স্লটও বদলে গেছে। ‘ইচ্ছে পুতুল’কে নামিয়ে আনা হয়েছে সন্ধ্যায় যেখানে বাকিদের নিয়ে যাওয়া হয়েছে রাতের স্লটে।

যদিও ঠিক কোন সিরিয়ালকে বন্ধ করা হবে বা আদৌ বন্ধ করা হবে কি না, তা নিয়ে কোনও পোক্তা খবর এতদিন পাওয়া যায়নি। তারপর থেকেই ক্রমশ গাঢ় হচ্ছিল সিরিয়াল বন্ধের জল্পনা। কেউ বলছিল এবার বোধহয় ‘গৌরী এলো’ বন্ধ হবে তো কেউ বলছিল বন্ধ হবে ‘ইচ্ছে পুতুল’। এতদিন ’ইচ্ছে পুতুল’র পাল্লটাই ভারি ছিল তবে এবার সেটা উল্টে গেছে।

আরও পড়ুন : ঠোঁটে সিগার, হাতে শ্যাম্পেনের গ্লাস! শশী থারুরের সঙ্গে ছবি ভাইরাল হতেই রেগে অগ্নিশর্মা মহুয়া

কারণ এতদিন যা কেউ করতে পারেনি তা মেঘ আর নীল করে দেখিয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে এই রকম টিআরপি আজ অবধি কেউ তুলতে পারেনি‌। আর তাই চ্যানেল এত তাড়াতাড়ি এই সিরিয়ালটি বন্ধ করবে বলে মনে হচ্ছেনা দর্শকদের। এখন প্রশ্ন, তাহলে বন্ধ হবে কে? আসলে এই উত্তর এখনও পাওয়া যায়নি। তবে জি বাংলার কোনও একটা সিরিয়াল যে আগামী ২৩ অক্টোবরই বন্ধ হবে সেটা কনফার্ম করেছে এক ফ্যানপেজ।

আরও পড়ুন : সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নন্দিনী! ফাঁস হল নতুন সিনেমার ছবি

icche putul

সম্প্রতি টেলি আড্ডা নামক একটি পেজ থেকে লেখা হয়েছে যে, ‘২৩ নভেম্বরই শেষ হতে চলেছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক। তার পরবর্তী তে আসছে সেই প্রোডাকশনেরই নতুন ধারাবাহিক আমাদের সকলের খুবই প্রিয় মুখ ফিরতে পারে সেই ধারাবাহিকে।’ সেই পেজ আরও বলেছে, প্রোডাকশন হাউসের প্রাইভেসির জন্য এখনই তারা সিরিয়ালের নাম প্রকাশ্যে আনতে চান না। এদিকে নেটিজনরা চাইছে, এবার আদৃত যেন নয়া রূপে কামব্যাক করে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর