রাজনাথ সিং এর হুঁশিয়ারি, বালাকোটে ফের এয়ার স্ট্রাইক চালানোর জন্য প্রস্তুত ভারত

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বালাকোটে আরও একবার জঙ্গি শিবির সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর এই খবর পাওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বড় বয়ান দেন। রাজনাথ সিং বলেন, আমাদের সেনা আরও একবার বালাকোটের জঙ্গি ঘাঁটি গুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। উনি বলেন, যেরকম ভাবে আমাদের সেনা এখনো পর্যন্ত জঙ্গিদের সমস্ত ষড়যন্ত্র ব্যার্থ করে আসছে, সেরকম ভাবেই আগেও পাকিস্তানের ভারত বিরোধী সমস্ত চক্রান্তকে গুঁড়িয়ে দেওয়া হবে।

1 28

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাই পোর্টে কোস্টগার্গ এর জন্য নতুন পেট্রোলিং জাহাজ আসিজিএস বরহা এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের পর রাজনাথ সিংকে সাংবাদিকেরা প্রশ্ন করে বলেন যে, বালাকোটে পাকিস্তান আর পাক সমর্থিত জঙ্গিরা আবারও জঙ্গি ঘাঁটি খুলছে। আমরা কি আবার সেগুলো বন্ধ করে দেবো? এর জবাবে রাজনাথ সিং বলেন, চিন্তা করবেন না। আমরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

প্রসঙ্গত, সেনা প্রধান বিপিন রাওয়াত সোমবার বলেছিলেন যে, পাকিস্তান বালাকোটে আবারও জঙ্গি ঘাঁটি গুলোকে অ্যাক্টিভ করছে। আর প্রায় ৫০০ জঙ্গি ভারতে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বছরের ১৪ই ফেব্রুয়ারি সবথেকে বড় অমানবিক ঘটনার সাক্ষী হয়েছিল দেশ। যেখানে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাক সমর্থিত জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ এর জঙ্গিরা সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী হামলা করে, ৪০ জওয়ানকে শহীদ করে দেয়। এরি ঘটনার পর ভারতীয় বায়ুসেনা বদলা নেওয়ার জন্য ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে বালাকোটে জইশ এ মোহম্মদ এর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে।


Koushik Dutta

সম্পর্কিত খবর