বাংলাহান্ট ডেস্ক : ICICI ব্যাংক গ্রাহকদের জন্য প্রকাশ্যে এল বড় খবর। রেপো রেটে পরিবর্তন আনেনি রিজার্ভ ব্যাংক। তাই এবার এই ব্যাংক ফের একবার সুদ বৃদ্ধি করল ফিক্সড ডিপোজিটের। ব্যাংকের পক্ষ থেকে এক মাসে তিনবার পরিবর্তন ঘটানো হল সুদের হারে। আইসিআইসিআই ব্যাংক স্থায়ী আমানতের উপর কত সুদ দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
গত 1 এপ্রিল এবং 9 এপ্রিল ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির ঘোষণা করে আইসিআইসিআই ব্যাংক। এপ্রিল মাসে তৃতীয়বারের জন্য ফের এই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সুদের হার বৃদ্ধি করার। 2 থেকে 5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে এই বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে। 7 দিন থেকে 29 দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাংক দিচ্ছে 4.75 শতাংশ সুদ।
আরোও পড়ুন : ভারত বয়কট না ব্যাং! ছুটি কাটাতে এ দেশেই আসছে বাংলাদেশিরা, ভিড় পর্যটন স্থলে
30 দিন থেকে 45 দিনের জন্য 4.75 শতাংশ, 46 দিন থেকে 60 দিনের জন্য 5.75 শতাংশ, 61 থেকে 90 দিনের জন্য 6.00 শতাংশ, 91 থেকে 184 দিনের জন্য 6.50 শতাংশ, 271 দিন থেকে 289 দিনের জন্য 6.75 শতাংশ, 290 দিন থেকে 1 বছরের জন্য 6.85 শতাংশ, 1 বছর থেকে 389 দিনের জন্য 7.25 শতাংশ, 390 দিন থেকে 15 মাস পর্যন্ত 7.25 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ফিক্সড ডিপোজিটে।
15 মাস থেকে 18 মাসের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে 7.05 শতাংশ সুদ। 2 বছর থেকে 10 বছরের জন্য করা FD-তে 7 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।আইসিআইসিআই ব্যাঙ্ক ছাড়াও 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। 50 বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করা হয়েছে এই সরকারি ব্যাংকের পক্ষ থেকে।