ফের বড়সড় দুর্নীতি! এই সংস্থাকে ঋণ দিয়ে ১,০০০ কোটির ক্ষতির সম্মুখীন ICICI ব্যাঙ্ক, জানাল CBI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বেণুগোপাল ধূতের ভিডিয়োকনকে (Videocon) ঋণ দেওয়ার জেরে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে ICICI ব্যাঙ্ক (ICICI Bank)। এমনকি, লোকসানের অঙ্কটা জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে সকলেরই। সম্প্রতি ঋণ দুর্নীতি মামলার চার্জশিটে CBI দাবি করেছে যে, ঋণের জেরে ICICI ব্যাঙ্কের ১,০০০ কোটি টাকারও বেশি লোকসান হয়।

ইতিমধ্যেই ১০ হাজার পাতার এই চার্জশিট দাখিল করা হয় বেণুগোপাল ধূত এবং ICICI ব্যাঙ্কের প্রাক্তন এমডি তথা সিইও চন্দা কোছর এবং তাঁর স্বামী দীপক কোছরের বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা আপাতত জামিনে মুক্ত রয়েছেন। উল্লেখ্য যে, ভিডিয়োকনকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে চন্দা ও দীপকের বিরুদ্ধে।

এমনকি, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে CBI গত বছর ডিসেম্বর মাসে চন্দা ও দীপককে গ্রেফতারও করেছিল। যদিও, পরবর্তীকালে চন্দা কোছর এবং তাঁর স্বামী দীপক কোছরকে বোম্বে হাই কোর্ট বিচার বিভাগীয় হেফাজত থেকে মুক্তি দেওয়ার অনুমতি দেয়। এমতাবস্থায়, এই ঋণের মামলায় দায়ের করা চার্জশিটে CBI স্পষ্ট দাবি করেছে যে, বেণুগোপাল ধূতের সংস্থা ভিডিয়োকনের জন্য চন্দা কোছরের ঋণ অনুমোদন করার ঘটনায় ICICI ব্যাঙ্কের ১,০০০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছিল।

শুধু তাই নয়, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চন্দা কোছরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ভিডিয়োকন গ্রুপকে ঋণ পাইয়ে দেওয়ায় তাঁর স্বামী তথা দীপকের সংস্থা এর বদলে লাভবান হয়েছিল। এদিকে, ভিডিয়োকন গ্রুপের কর্ণধার বেণুগোপালের সঙ্গে জড়িত ঋণ জালিয়াতির মামলায় চন্দা এবং দীপক কোছরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁরা অবৈধভাবে ভিডিয়োকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দেন।

এমনকি, এই ঋণের অনুমোদনের কয়েকদিন পরই দীপক কোছরের সংস্থা নিউ পাওয়ার রিনিউয়েবলে বেণুগোপাল বিনিয়োগ করেন বলেও অভিযোগ সামনে আসে। এমতাবস্থায়, এহেন অভিযোগ প্রকাশ্যে আসার পরই চন্দার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পাশাপাশি, মুম্বইয়ের ফ্ল্যাট সহ চন্দা কোছরের মোট ৭৮ কোটির সম্পদ বাজেয়াপ্ত করে ইডি।

ইডি-র অভিযোগ ছিল ভিডিয়োকন গ্রুপ দীপক কোছরের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে মোট ৬৪ কোটি টাকা বিনিয়োগ করে। যেটি একপ্রকার “ঘুষ” হিসেবে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আদালতে পেশ করা চার্জশিটে CBI-এর তরফে জানানো হয় মুম্বইতে ভিডিয়োকন গ্রুপের তৈরি পাঁচ কোটি টাকার ফ্ল্যাট মাত্র ১১ লক্ষ টাকায় কিনেছিলেন চন্দা।

ICICI Bank suffered a loss of Rs 1,000 crore due to this

এদিকে, ICICI কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, চন্দা সংস্থার আচরণবিধি সহ স্বার্থরক্ষার নীতি ভঙ্গ করায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল। পাশাপাশি, এই অভিযোগের জেরে চন্দা গ্রেফতার হন এবং পরে জামিনে মুক্তি পান। ওই একই মামলায় চন্দার স্বামী দীপক কোছর এবং ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপাল ধূতকেও গ্রেফতার করা হয়। তাঁরাও এখন জামিনে মুক্ত থাকলেও এবার এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল CBI।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X