বাংলা হান্ট ডেস্ক: করোনা সঙ্কটের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পর উপার্জন নিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনা ক্রমশ পাল্টাচ্ছে। পাশাপাশি, গতানুগতিক পথে না হেঁটে অর্থ উপার্জনের বিকল্প পথও খুঁজে নিচ্ছেন অনেকে। শুধু তাই নয়, দৈনন্দিন অবসরকে কাজে লাগিয়েও এখন বাড়তি আয় করা সম্ভব। যা প্রত্যক্ষভাবে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে আপনাকেও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এমনই একটি উপায়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যার সাহায্যে আপনি খুব সহজেই কোনোরকম বিনিয়োগ ছাড়া উপার্জন করতে পারবেন।
মূলত, দেশের অন্যতম বড় ব্রোকারেজ হাউস ICICI Direct এই সুবিধা আপনাকে প্রদান করছে। এই অফারের অধীনে, আপনি ICICI Direct-এর ডিম্যাট খুললে প্রতিবার ৭৫০ টাকা (Indian Rupee) করে নগদ পেতে পারেন। শুধু তাই নয়, পরবর্তী ধাপে আপনি ICICI Direct-এর অংশীদার হয়ে একটি পূর্ণসময়ের ব্যবসাও করতে পারেন।
কিভাবে হবে উপার্জন: – ICICI Direct-এর অফারের অধীনে, আপনাকে একটি নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ব্রোকারেজ হাউসকে সহায়তা করতে হবে। অর্থাৎ, যদি কেউ আপনার পাঠানো লিঙ্কের মাধ্যমে ICICI Direct-এর একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি নগদ ২৫০ টাকা পাবেন। এর পাশাপাশি, যদি আগামী ৩০ দিনের মধ্যে আপনার রেফার করা অ্যাকাউন্ট থেকে ইক্যুইটি, F&O বা কমোডিটি সেগমেন্টে কোনো বাণিজ্য হয়, তাহলে আপনি অতিরিক্ত ৫০০ টাকা পাবেন। অর্থাৎ, আপনি প্রতিটি নতুন অ্যাকাউন্টে ৭৫০ টাকা পর্যন্ত নগদ পেতে পারেন।
ICICI ব্যাঙ্কের মাধ্যমে আয়ের সীমা কত: – মনে রাখতে হবে যে, Refer and Earn এর মাধ্যমে, কোনো ব্যক্তি প্রতি মাসে ১০ জনের বেশি অ্যাকাউন্ট খোলার সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ, এই অফারের মাধ্যমে একজন ব্যক্তি প্রতি মাসে সর্বোচ্চ ৭,৫০০ টাকা আয় করতে পারবেন। তবে, যাঁরা এর উপরে আয় করতে চান তাঁদের জন্য ICICI Direct-একটি অংশীদারিত্ব প্রকল্পও (পার্টনারশিপ স্কিম) অফার করেছে।
কি এই পার্টনারশিপ অফার:- Refer and Earn স্কিমের অধীনে, আপনি ICICI Direct-এর সাথে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফি পাবেন। যদিও পার্টনারশিপ হল একটি রেভিনিউ শেয়ারিং বিজনেস মডেল। এই স্কিমের অধীনে, আপনি ICICI Direct-কে তার ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারেন, বিনিময়ে এই কাজের ভিত্তিতে আপনার উপার্জন নির্ধারিত হবে।
এটির শর্তাবলি এবং সুবিধাগুলি কি কি?- জানা গিয়েছে, যে কোনো ভারতীয় নাগরিক Refer and Earn স্কিমের সুবিধা নিতে পারেন। তবে, যাঁরা পার্টনারশিপের সুবিধা নিচ্ছেন তাঁদের মার্কেট সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। এছাড়াও, ICICI Direct এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেয় যাঁদের নিজস্ব ক্লায়েন্ট বেস এবং আর্থিক পণ্য বিতরণে অভিজ্ঞতা রয়েছে। মূলত, শেয়ার ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, বীমা, কর্পোরেট এফডি ইত্যাদিতে কাজ করছেন এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়।
কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন: এই প্রকল্পের সুবিধা নিতে আপনাকে ICICI Direct-এর ওয়েবসাইটে গিয়ে “Refer and Earn” অথবা “Partner With Us”-এর বিকল্পটি বেছে নিতে হবে। রেফারের ক্ষেত্রে আপনাকে আপনার তথ্য অর্থাৎ যাঁর অ্যাকাউন্ট খুলতে হবে তাঁর মোবাইল নম্বর দিতে হবে। এরপরে একটি লিঙ্ক তৈরি হবে এবং এটি সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে যাকে আপনি রেফার করেছেন। এই লিঙ্কে ক্লিক করে, আপনি একটি অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন। যেখানে আপনাকে পার্টনারশিপের জন্য আবেদন করতে হবে। এছাড়াও, আপনি ICICI Direct-এর শাখায় গিয়েও এই স্কিমগুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।