এক ধাক্কায় ৪৫০০! কলকাতার রাস্তা থেকে এবার উঠে যাবে হলুদ ট্যাক্সি? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা মানে যেমন হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন্স; তেমনই কলকাতা মানে হলুদ ট্যাক্সিও (Yellow Taxi)। তিলোত্তমার নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে এর ছবি। হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর নস্ট্যালজিয়া। এবার শোনা যাচ্ছে, মহানগরীর (Kolkata) রাস্তা থেকে ধীরে ধীরে মুছে যাবে এর চিহ্ন।

  • কলকাতা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)?

বর্তমানে শহর কলকাতায় প্রায় ৭,০০০ হলুদ অ্যাম্বাস্যাডর ট্যাক্সি রয়েছে। এর মধ্যে ১৫ বছরের নিয়মের জেরে চলতি বছরই প্রায় ৪৫০০ ট্যাক্সি বসে যাচ্ছে। এদিকে হিন্দমোটর ইতিমধ্যেই অ্যাম্বাস্যাডর (Ambassadors) তৈরি করা বন্ধ করে দিয়েছে। এর ফলে ধীরে ধীরে শহর কলকাতার রাস্তা থেকে হলুদ ট্যাক্সি গায়েব হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

২০০৮ সালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও বাণিজ্যিক গাড়ির মেয়াদ ১৫ বছর হয়ে গেলে সেটা আর রাস্তায় নামানো যাবে না। এই নিয়মের ফলে চলতি বছরই প্রায় ৪৫০০ হলুদ ট্যাক্সি বাতিলের খাতায় জমা হয়েছে কিংবা হতে চলেছে। আগামী বছর সেই তালিকায় আরও ২৫০০ হলুদ ট্যাক্সির নাম জুড়বে বলে খবর। এরপর আর হাতেগোনা কয়েকটাই দেখা যাবে মহানগরীর রাস্তায়।

আরও পড়ুনঃ অনুব্রত ডাক পেলেও, ব্রাত্য এই হেভিওয়েট সাংসদ! তৃণমূলের কর্মসমিতির বৈঠক ঘিরে শোরগোল

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোভিডের আগে শহর কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় ১৮,০০০। এরপর ১৫ বছরের নিয়মের ফলে ধীরে ধীরে তা কমে হয়েছে প্রায় ৭০০০। চলতি বছর সেখান থেকে আরও ৪৫০০ অ্যাম্বাস্যাডর কমে যাবে।

Yellow taxi in Kolkata

রিপোর্ট বলছে, ১৯৬২ সাল থেকে শহর কলকাতায় রাস্তায় ছুটছে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। মুম্বইয়ে যেমন ছিল ‘কালি পিলি’, তেমনই তিলোত্তমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই হলুদ ট্যাক্সির নাম। তবে শীঘ্রই হয়তো মহানগরীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে নস্ট্যালজিয়ায় মোড়া এই চারচাকা, স্থান করে নেবে ইতিহাসের পাতায়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর