মাত্র ৩০০ দিনেই কোটিপতি! IDBI-র জবরদস্ত এই ৩ FD স্কিমেই হুড়মুড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

বাংলা হান্ট ডেস্ক: কোটিপতি হওয়ার স্বপ্ন কার না থাকে! কিন্তু আজকের এই মুল্য বৃদ্ধির যুগে ভালো টাকা উপার্জন করলেও কোটিপতি হওয়া সহজ কথা নয় একেবারেই। তবে কেউ যদি নিজের উপার্জনের টাকা সঠিক ভাবে সঞ্চয় করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না কেউ। বর্তমানে টাকা জমানোর অনেক বিকল্প মাধ্যম রয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটি মাধ্যম হল   ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme)।

সম্প্রতি দেশের অন্যতম বড় ব্যাঙ্ক IDBI তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য তিনটি সুপারহিট উৎসব স্পেশাল (Utsav Special) ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে। যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহরা ৭.৭৫ হারে সুদ পেয়ে যাবেন। জানা যাচ্ছে এই বিশেষ স্কিমটি গ্রাহকদের জন্য ২০২৪ সালের ৩০ জুন পর্যন্তই উপলব্ধ থাকবে। অর্থাৎ এই মুহূর্তে এই স্কীমে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের হাতে আর খুব বেশি সময় নেই। আসুন একনজরে দেখে নেওয়া যাক IDBI ব্যাংকের সুপারহিট তিনটি ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে।

IDBI ৪৪৪ দিনের উৎসব স্পেশাল FD স্কিম:

এই ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত গ্রাহকরা এই FD স্কিমে বিনিয়োগ করতে পারবেন। IDBI ব্যাংক নিয়মিত গ্রাহক,NRI এবং NRO গ্রাহকদের ৪৪৪ দিনের FD-তে ৭.২৫% হরে সুদ দিচ্ছে। এছাড়া এফডি ম্যাচিউর হওয়ার আগেই ব্যাঙ্ক বিনিয়োগকারীদের সেই টাকা তুলে নিতে কিংবা স্কিম বন্ধ করার-ও সুবিধা দিয়ে থাকে।

আরও পড়ুন: হাতে দশ দিন সময়, তারপরই আর হবে না আধার আপডেট! জানুন কি বলছে UIDAI

IDBI ব্যাংকের ৩৭৫ দিনের উৎসব FD স্কিম:

একইভাবে দেশের প্রবীণ নাগরিকদের জন্য ৩৭৫ দিনের উৎসব FD স্কিমে ৭.৫৫% হারে সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নিয়মিত গ্রাহক,NRI এবং NRO গ্রাহকদের ৩৭৫ দিনের উৎসব FD স্কিমে ৭.১০% হরে সুদ দেওয়া হচ্ছে। এছাড়াও এই এফডিতে ব্যাঙ্ক নির্দিষ্ট সময়ের আগে টাকা তোলার পাশাপাশি এই স্কিমে টাকা বিনিয়োগ বন্ধ করে দেওয়ার-ও সুযোগ দিয়ে থাকে।

IDBI e

IDBI ব্যাংকের ৩৭০ দিনের উৎসব FD স্কিম:

মাত্র ৩০০ দিনের এই উৎসব FD স্কিমে দেশের প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫৫% হরে সুদ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত গ্রাহক,NRI এবং NRO গ্রাহকদের ৩০০ দিনের উৎসব FD স্কিমে ৭.০৫% হারে সুদ দেওয়া হচ্ছে। এই এফডিতেও ম্যাচিউর হওয়ার আগে টাকা তোলা যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর