বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সরকারি সংস্থা বিক্রির পথে হাঁটতে চলেছে সরকার। দেশের অন্যতম পুরনো ও বড় সরকারি ব্যাংক আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) বিক্রির ক্ষেত্রে ছাড়পত্র দিল আরবিআই (Reserve Bank of India)। এর আগে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার পুরো ব্যাংক বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
ইতিমধ্যেই আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে সরকারের তরফে। এই খবর শোনার পরই অনেক ব্যাংক গ্রাহকই চমকে উঠেছেন। আইডিবিআই ব্যাংকের (IDBI Bank) উপর থেকে মালিকানা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ও এলআইসি। সেই জন্যই এবার রিজার্ভ ব্যাংক আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির ব্যাপারে তোরজোর শুরু করেছে। রিজার্ভ ব্যাংক ইতিমধ্যেই শুরু করেছে ক্রেতার সন্ধান।
আরোও পড়ুন : ফ্যাসাদে পড়েছে Reliance Jio! বাধ্য হয়েই মার্কেটে আনল নয়া ৩ প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন?
জানা গেছে, এই ব্যাংকের কিছু অংশ কিনতে রাজি আছেন অনেকেই। তাদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডা নিবাসী ভারতীয় ব্যবসায়ী প্রেম ওয়াতসা। জানা যাচ্ছে, এই ভারতীয় ব্যবসায়ীর হাতে যেতে পারে আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) ৬০.৭ শতাংশ শেয়ার। সূত্রের খবর, রিজার্ভ ব্যাংকের ছাড়পত্রের পর চলতি অর্থবছরেই কেন্দ্রীয় সরকার একটি বৈঠক ডাকতে পারে আর্থিক চুক্তির জন্য।
আরোও পড়ুন : স্যালারি ২২,৭০০ টাকা!শুধু HS পাশেই হবে বাজিমাত! বাংলাতেই পাবেন শতাধিক চাকরির সুযোগ, কিভাবে?
এই ব্যাংক কেনার জন্য অনেক সংস্থাই ইচ্ছা প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছে ফেয়ারফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংস, এনবিডি এমিরেটস এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ফেয়ারফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংস একেবারে সামনের সারিতে রয়েছে এই ব্যাংক কেনার ক্ষেত্রে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়ত আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭ শতাংশ অংশীদারিত্ব যেতে পারে ফেয়ারফ্যাক্স ইন্ডিয়া হোল্ডিংসের হাতে।
১৯৬৪ সালে আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) সরকারি ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে আইডিবিআই ব্যাংকে কেন্দ্রীয় সরকারের ৪৫.৪৮% ও এলআইসির ৪৯.২৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ও এলআইসি তাদের অংশীদারিত্ব ছেড়ে দিতে চায়। সেই জন্যই এই ব্যাংক বিক্রির ব্যাপারে তোড়জোড় শুরু করেছে আরবিআই।