দেউলিয়া ঘোষণা হতেই কেল্লা ফতে, বিজয় মালিয়ার থেকে কড়ায় গন্ডায় পাওয়া বুঝে নিল IDBI ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকটি ভারতীয় ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ করে বিদেশে পালিয়ে ছিলেন ধনকুবের বিজয় মালিয়া। যার জেরে ব্যাংকগুলির নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে। কার্যত ভয়াবহ লোকসানের সম্মুখীন হচ্ছিল ভারতীয় ব্যাংকগুলি। এবার এইক্ষেত্রে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল আইডিবিআই। আইডিবিআই তরফে জানানো হয়েছে কিংফিশার কোম্পানি থেকে প্রাপ্য ঋণের সমস্ত টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে তারা।

কিংফিশার অর্থাৎ বিজয় মালিয়ার কোম্পানি থেকে ২৭৮ কোটি টাকার মূলধন এবং ৩৩১ কোটি টাকার সুদ উদ্ধার করেছে তারা। যার জেরে ব্যাংকের নিট প্রোফিট এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮% এ। এই বছর জুলাই মাস অবধি আইডিবিআইয়ের নিট প্রফিট ৬০৩ কোটি টাকা। যা গত বছর এ সময় ছিল ১৪৫ কোটি টাকা।

কোম্পানির এমডি এবং সিইও রাকেশ শর্মা জানিয়েছেন আগামী দিনে লোনের টাকা উদ্ধারের মাধ্যমে এনপিএ ১৫% এ নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। শুধু আইডিবিআই ব্যাঙ্ক নয় কিংফিশার কোম্পানির থেকে অন্যান্য ঋণদাতাদের সকলকে মিলিয়ে প্রায় ৭১৮১ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।

রাকেশ শর্মা আরও জানিয়েছেন, আগামী দিনে সর্বজনীন ব্যাংক হিসেবে ১০% অবধি গ্রোথ করার চেষ্টা থাকবে তাদের। রিটেল এবং কর্পোরেট বিজনেসের মধ্যে ৬০ঃ৪০ অনুপাত বজায় রেখে এগিয়ে যেতে চান তারা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর