মাথায় ছোট্ট ঝুঁটি, মায়ের কোল ঘেঁষে বসে থাকা মিষ্টি খুদেই আজ নামী অভিনেত্রী! চিনলেন?

বাংলাহান্ট ডেস্ক: আজ মাদার্স ডে (Mothers Day)। মায়েদের দিন। অবশ্য আট থেকে আঠেরো বা তার বেশি বয়স হয়ে গেলেও মা ছাড়া কোনোদিনই চলে না সন্তানের। তাই মাদার্স ডে-র উদযাপন হয় রোজই। তবে এই দিনটা একটু স্পেশ্যাল ভাবে পালন করা হয় প্রত্যেক মায়ের জন্য। আমজনতা থেকে তারকা সকলেই মায়ের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

আর এই সুযোগে অনেক তারকারই ছোটবেলার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। মাদার্স ডে উপলক্ষেও অনেকেই পুরনো ছবি শেয়ার করছেন। সম্প্রতি এমনি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

sonam

ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোল ঘেঁষে বসে রয়েছে একরত্তি এক খুদে। অপর ছবিতে মায়ের সঙ্গে মিষ্টি হাসতে দেখা যাচ্ছে তাকেও। মাথায় ছোট্ট ঝুঁটি আর সদ্য ওঠা দাঁতে মিষ্টি হাসি দেখে যে কারোর মন গলতে বাধ্য। এই দুটি ছবিই বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর।

ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতার বড় মেয়ে তিনি। মা অবশ্য অভিনয়ে পা রাখেননি। কিন্তু সৌন্দর্যে কোনো নায়িকার থেকে কম যান না তিনিও। বাবার পথ অনুসরণ করে অভিনেত্রীও পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে তাঁর বোন নাম করেছেন ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রিতে। বুঝতে পারলেন তিনি কে?

তিনি সোনম কাপুর। অনিল কাপুর এবং সুনীতা কাপুরের বড় মেয়ে তিনি। আজ মাদার্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর পোস্টে দেখা মিলেছে অনিল কাপুরের মায়েরও। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি মাম্মাস ডে বিশ্বের শ্রেষ্ঠ মায়েদের। তোমাদের খুব ভালবাসি’।

Sonam kapoor

প্রসঙ্গত, সোনমের অভিনয় দক্ষতা নিয়ে অনেক সময়ই ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবুও তাঁর কেরিয়ারেও এমন অনেক ছবি রয়েছে যেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় দক্ষতা। তবে অনেকদিন হয়ে গেল নতুন কোনো ছবিতে দেখা যায় না তাঁকে। আগামীতে ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোনমকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর