‘পিলু’র জীবনে খলনায়িকা ‘রিমলি’! নতুন সিরিয়ালে নেগেটিভ চরিত্রে ইধিকা

বাংলাহান্ট ডেস্ক: আর সপ্তাহ কয়েক পরেই নতুন বছর শুরু হবে। সেই সঙ্গে শুরু হতে চলেছে এক নতুন সিরিয়াল। জি বাংলায় আসছে ‘পিলু’ (pilu)। দুই সঙ্গীত পাগল মানুষের গল্প। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের প্রোমো। তবে তারও আগে থেকে এই সিরিয়াল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল দর্শক মহলে।

নাচের জগৎ থেকে এই প্রথম অভিনয়ে পা রাখতে চলেছে মেঘা দাঁ (megha daw)। জি বাংলার ডান্স বাংলা ডান্সের ফাইনালিস্ট তিনি। ইতিমধ‍্যেই রিয়েলিটি শোয়ের শুটিং শেষ হয়ে গেলেও ফিনালে পর্ব এখনো সম্প্রচারিত হয়নি। প্রকাশ‍্যে আসা সিরিয়ালের প্রথম প্রোমো থেকে জানা যাচ্ছে, গল্পের নায়ক নায়িকা অর্থাৎ মেঘা এবং গৌরব রায়চৌধুরী দুজনের চরিত্রই সঙ্গীতপ্রেমী।

jpg 13 2
তবে মেঘার চরিত্রটি গায় লোকসঙ্গীত আর গৌরব শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। গৌরবদের বাড়িতে এসে মেঘা অর্থাৎ পিলুর গানে মুগ্ধ প্রায় সকলেই। বাড়ির কর্তা তাঁকে গান শেখানোর দায়িত্ব প্রিয় শিষ‍্য আহির অর্থাৎ গৌরবের কাঁধে দেন। বাকি গল্পের আভাস সিরিয়াল শুরু হলেই বোঝা যাবে। সিরিয়ালে নতুন মুখ যেমন রয়েছে তেমনি পরিচিত বহু পুরনো মুখও রয়েছে সিরিয়ালে।

অভিনেতা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু রাও। তবে যিনি সবথেকে বেশি নজর কাড়লেন তিনি হলেন ‘রিমলি’। এই সিরিয়ালে অবশ‍্য তিনি আর রিমলি নন। তাঁর চরিত্রের পরিচয় এখনো পাওয়া না গেলেও তিনিও যে সঙ্গীতপ্রেমী তা দিব‍্যি বোঝা গিয়েছে প্রোমোতেই।

https://www.instagram.com/tv/CXYntvbKmZO/?utm_medium=copy_link

তবে রিমলি খ‍্যাত ইধিকা পাল (idhika paul) এখানে ভোল একেবারে বদলে হাজির হয়েছেন। মুখ‍্য চরিত্র থেকে সোজা খলনায়িকা হয়ে গিয়েছেন তিনি। রিমলির চরিত্রে তাঁর অভিনয় সকলেই খুব পছন্দ ক‍রেছিলেন। যদিও কম টিআরপির জন‍্য ৩০০ পর্বে পৌ়ছানোর আগেই বন্ধ হয়ে গিয়েছিল সিরিয়ালটি। এবার খলনায়িকা রূপে ইধিকা কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার।

মেঘা মছলন্দপুরের মেয়ে। স্কুলের পড়া শেষ করেই কলকাতায় চলে আসেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয়ে নাচ নিয়ে পড়ছেন তিনি। ডান্স বাংলা ডান্সে তাঁর নাচ দেখে মুগ্ধ বিচারক থেকে দর্শকরা। নাচের রিয়েলিটি শো তে এসেই ভাগ‍্যের আরেকটা দরজা খুলে গেল মেঘার। ছোট্ট প্রোমোতে বেশ সাবলীল অভিনয় করেছেন তিনি। এবার মূল সিরিয়ালে দর্শকদের কতটা চমক দিতে পারেন সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর