অলৌকিক ঘটনা! মন্দিরের উদ্বোধনের আগেই সমুদ্রপথে দিঘায় উপস্থিত স্বয়ং জগন্নাথ দেব

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! আগামী সপ্তাহেই দিঘায় (Digha) উদ্বোধন হতে চলেছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। আগামী ৩০ এপ্রিল এই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তার আগেই এবার যা ঘটল তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র দিঘাজুড়ে।

দিঘার (Digha) সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিবার দিঘার (Digha) নবনির্মিত জগন্নাথ ঘাটে ভেসে এসেছে স্বয়ং জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। মূলত, জগন্নাথ মন্দিরের কাছে সমুদ্র সৈকতে ওই মূর্তিটিকে ভাসমান অবস্থায় প্রথমে দেখতে পান পর্যটকেরা। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।

Idol of Lord Jagannath floats in the sea of ​​Digha.

আর তারপরই ওই মূর্তিটি দেখার জন্য ক্রমশ জমতে থাকে ভিড়। তারপরে পর্যটকেরাই দিঘার (Digha) জগন্নাথ ঘাটে ওই মূর্তিটি তুলে আনেন। জানা গিয়েছে যে, কাঠের তৈরি এই মূর্তিটির একটি হাত ভাঙা রয়েছে। তবে, জগন্নাথ দেবের মূর্তিটি কী করে ভেসে এল তা নিয়ে পর্যটকদের মধ্যেও তুমুল জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ফের ভয়ানক ষড়যন্ত্র বাংলাদেশের! ইউনূস সরকারের পরিকল্পনায় এবার বন্যায় ভাসবে ভারত?

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই এহেন ঘটনা পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের মনেও গভীর প্রভাব ফেলেছে। অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে মনে করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, দিঘার (Digha) নবনির্মিত জগন্নাথ মন্দিরটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। উদ্বোধনের আগেই এই মন্দিরটিকে এক ঝলক দেখার জন্য পর্যটকরা ভিড় বাড়াচ্ছেন।

আরও পড়ুন: ফের বিশ্বকে চমকে দেবে ISRO! মহাকাশচারী শুভাংশু শুক্লার সাথে স্পেসে পাঠানো হবে এই “অদ্ভুত প্রাণী”

জানা গিয়েছে যে, আগামী ২৭ তারিখ দিঘায় (Digha) পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখে তিনি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সাথে বৈঠক করবেন। এদিকে, আগামী ২৯ এপ্রিল শুরু হবে যজ্ঞ। আর তারপরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল তিনি ওই মন্দিরের উদ্বোধন করবেন। এমতাবস্থায়, মন্দিরে উদ্বোধনের আগেই দেবতার এহেন আগমনে বিস্মিত হয়েছেন সকলেই।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X