বাংলা হান্ট ডেস্কঃ ৬৯ বছরের খরা কাটিয়ে এই প্রথম ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্স ডে টেস্ট জয় করেছে ভারতীয় দল। তাও আবার লর্ডসে। যার জেরে কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনীদের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। ম্যাচের পঞ্চম দিনে কার্যত টান টান উত্তেজনার মধ্য দিয়ে ১৫১ রানে ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম দুদিন দাপটের সঙ্গে এগিয়ে থাকলেও, তৃতীয় দিন থেকেই খেলা বেশ ঘুরে গিয়েছিল ইংল্যান্ডের দিকে।
বিশেষত চতুর্থ দিনে তো অনেকটাই পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। কিন্তু সেই পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেন মহম্মদ শামি এবং জাসপ্রিত বুমরা। কার্যত তাদের ৯০ রানের পার্টনারশিপের দৌলতেই ইংল্যান্ডের সামনে ২৭২ রানের টার্গেট রেখেছিলো মেন ইন ব্লু। ৭ বছর পর ফের একবার ইংল্যান্ডে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন শামি। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও শামি, বুমরা, সিরাজ এবং ঈশান্তের চতুর্মুখী আক্রমণের সামনে রীতিমত ধরাশায়ী হয়ে পরে ইংল্যান্ড।
একবার রুট আউট হওয়ার পর ভারতের কাছে ম্যাচ জয় ছিল যে সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য। বাটলার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঠিকই কিন্তু ভারতের পেস অ্যাটাকের সামনে সমস্ত রকম চেষ্টাই ব্যর্থ হয় তাদের। এই জয় যে কতখানি বড়, তা বোঝা গিয়েছিল বিরাট কোহলির বয়ানেই। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “এটাই স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমাদের উপহার।”
If 15th August has taught anything to the British, it is to never mess with Indians after 15th August
#ENGvIND pic.twitter.com/IuhvBORNMU
— Wasim Jaffer (@WasimJaffer14) August 16, 2021
এবার এই জয় নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরও। ইতিমধ্যেই ওয়াসিমকে বারবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের সাথে বাকযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে। এবারও কার্যত সকলের উদ্দেশ্যে একহাত নিলেন তিনি। এই জয়ের পর নিজের টুইটে তিনি লেখেন, “যদি ১৫ আগস্ট ব্রিটিশদের কিছু শিখিয়ে থাকে, তাহলে তা হল ১৫ আগস্টের পর আর আমাদের সাথে লড়তে এসো না।” প্রসঙ্গত ভারতের এই জয় নিয়ে আগেই শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য প্রাক্তনরাও।