বাংলাহান্ট ডেস্কঃ ‘আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না’-মহাত্মা গান্ধীর এই বানীটি আরও একবার প্রমাণিত। একশ্রেণীর মানুষ যেখানে নিজ স্বার্থ চরিতার্থ করতে অন্যের পাওয়া না পাওয়াকে পরোয়া করে না, সেখানে তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাতুরের রাস্তার ধারের একটি ছোট্ট বিরিয়ানি স্টল থেকে উঠে এল মানবিকতার উজ্জ্বল নিদর্শন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দুটি ছবি ভাইরাল (Viral) হচ্ছে। একটিতে দেখা যাচ্ছে রাস্তার ধারের একটি ছোট্ট বিরিয়ানি স্টল এবং অপরটি একটি বোর্ডের ছবি। সেই বোর্ডে তামিল ভাষায় লেখা আছে, ‘আপনি কি ক্ষুধার্ত? তাহলে ভালোবাসার সঙ্গে নিয়ে যান’। অর্থাৎ কেউ যদি ক্ষুধার্ত থাকে তাহলে বিনামূল্যে তাঁকে বিরিয়ানি নিয়ে যাওয়ার আবেদন করা হচ্ছে রাস্তার ধারের ওই ছোট্ট স্টলের তরফে।
What a great gesture by this small roadside biryani shop in Puliakulam, Coimbatore.! Humanity at its best !!! ❤️ pic.twitter.com/VZYWgRzwaN
— RJ Balaji (@RJ_Balaji) April 15, 2021
টুইটারে এই পোস্টটি করেছেন রেডিও জকি তথা তামিল অভিনেতা বালাজি (Balaji)। তিনি এই পোস্টটি করে তার ক্যাপশনে লিখেছেন ‘কোয়েম্বাতুরের পুলিয়াকুলামের রাস্তার ধারের বিরিয়ানির দোকানটি কত বড় সংকেত! এককথায় মানবতার সেরা নিদর্শন’। তারপরই মানবিকতার এই উজ্জ্বল নিদর্শনে মুগ্ধ হয়ে যায় নেট নাগরিকরা। ঝড়ের গতিতে ভাইরাল (Viral Post) হয়ে যায় পোস্টটি।
ইতিমধ্যেই পোস্টটি প্রায় ২০ হাজারেরও মানুষ পছন্দ করেছেন এবং নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওই বিরিয়ানি বিক্রেতাকে প্রশংসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি মিলছে অজস্র আশীর্বাদও। কেউ লিখছেন ‘সত্যিকারের মানুষ, সত্যি উদার’, তো কেউ লিখছেন, ‘ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুক।’