দম থাকলে গ্রেফতার করে দেখাক, পুলিশকে গ্রেফতারির চ্যালেঞ্জ ছুড়লেন রোদ্দুর রায়

বাংলাহান্ট ডেস্কঃ তিনি ইউটিবার। রবীন্দ্রসঙ্গীতকে ( Rabindranath’s music) বারবার বিকৃত করেছে। কিন্তু,  সম্প্রতি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মুখে পড়েছে রোদ্দুর রায়। তার গান নিয়ে যে ঝড় উঠল তা একেবারেই চোখে পড়ার মত।  সেই রোদ্দুর রায়ের নামে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করে রোদ্দুর রায় বলেন, দম থাকলে গ্রেফতার করে দেখা।

k

 

 

রবীন্দ্রভারতীর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রোদ্দুর রায়কে গ্রেফতারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এর পরেই একের পরে এক পোস্ট করতে থাকেন রোদ্দুর রায়। পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোথাও লেখেন, দম থাকলে গ্রেফতার করে দেখা।

বিতর্কের মুখে পড়েছেন রোদ্দুর রায়। বেশ কয়েক মাস আগেই সেই গানের ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কে সেই বিষয়টি আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সেই রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার অভিযোগেই এবার বেলেঘাটা থানায় তাঁর বিরুদ্ধে এফআই দায়ের হয়েছে। কিন্তু বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পুলিশকেই চ্যালেঞ্জে জানিয়ে গিয়েছেন রোদ্দুর রায়।

আবার কোনও পোস্টে লেখেন, ওপেন মোক্সা চ্যালেঞ্জ। আসুন, গ্রেফতার করুন এবং মোক্ষা আন্দোলনকে হত্যা করুন যদি পারেন। আর একটি পোস্টে তিনি লিখেছেন, সক্কাল থেকে বসে আছি। একটা পুলিশও ধরতে এল না। এই ধরনের পোস্ট নিয়মিত করার পরে অবশেষে বেলেঘাটা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগ করেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।

 

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে আরও অভিযোগ, গত কয়েকমাস ধরেই ইন্টারনেটে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অশালীন শব্দ জুড়ে বাংলার সংস্কৃতিকে অপমান করছেন রোদ্দুর। রবীন্দ্র-নজরুলের গানকে নষ্ট করা হচ্ছে। যার প্রভাব ছোট ছোট ছেলেমেয়েদের উপর গিয়ে পড়ছে বলে দাবি সংগঠনের। সেই কারণেই রোদ্দুর রায়ের নামে অভিযোগ জানানো হল। প্রথমে বেলেঘাটা থানায় অভিযোগ জানানো হলেও সংগঠনের তরফে জানানো হয়েছে যে, আগামিদিনে রাজ্যের প্রত্যেকটি থানায় সংগঠনের তরফে রোদ্দুর রায়ের নামের অভিযোগ জানানো হবে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে রোদ্দুরের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখা হচ্ছে ইউটিউব চ্যানেলটি।


সম্পর্কিত খবর