সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুণ খবর, করা হবে কনস্টেবল পদে উন্নতি! ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) জন্য দারুন খবর নিয়ে এলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী। তাদের পদোন্নতির বিষয়ে বড় ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে বৈঠক থেকে স্বরাষ্ট্র দফতরকে উদ্দেশ্য করে মমতার বক্তব্য, সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করলে তাদের কনস্টেবল পদে পাকা চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা দেখুক তারা।

নবান্নের বৈঠকে আর কী বললেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, এদিন মমতা বলেন, রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে যারা যারা ভাল কাজ করছেন তাদের পদোন্নতি করা যেতে পারে। জেলার পুলিশ সুপাররা তাদের শনাক্ত করতে পারেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পদোন্নতির মাধ্যমে বহু কনস্টেবল অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। সেই সব পদ খালি থেকে যাচ্ছে। সেসব শূন্য পদে সিভিক ভলান্টিয়ারদের নেওয়া যেতে পারে কিনা এদিন সেই প্রস্তাবই রাখেন মুখ্যমন্ত্রী।

   

মুখ্যমন্ত্রীর সংযোজন, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ ব্যবস্থা ও চাকরির শর্ত কী হবে তা স্বরাষ্ট্র দফতর বিবেচনা করে খতিয়ে দেখবে। পশ্চিমবঙ্গে বর্তমানে কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার প্রশাসনের হয়ে কাজ করছে। এদের নিয়োগ নিয়েও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, যোগ্যতা নয় শাসক দলের সুপারিশের ভিত্তিতেই এদের কাজ হয়েছে।

তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন মমতা সরকারের অধীনে এই নাগরিক পুলিশদের মাইনে অত্যন্ত কম। বিজেপি ক্ষমতায় এলে তাদের বেতন দ্বিগুণ করারও আশ্বাস দিয়েছিলেন বিজেপি নেতা।

mamata

তবে সেই সুযোগ পাননি শুভেন্দু। অন্যদিকে ২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে এই সিভিক ভলান্টিয়ারদের নিয়েই বড়সড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার, কথা মত কাজ হলে সিভিক ভলেন্টিয়ারদের একাংশের পাকাপাকি চাকরির সুযোগ একেবারে হাতের মুঠোয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর