রাম আমাদের সকলের, ভগবান এবং আল্লাহর মধ্যে ভেদাভেদ করলে দেশ টুকরো হয়ে যাবেঃ আবদুল্লাহ

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার ন্যাশনাল কনফারেন্সে জম্মু ও কাশ্মীরের জনগণকে ‘মন থেকে সম্মতি’ দেওয়ার অনুরোধ করেন সাংসদ ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। পাশাপাশি তিনি বিক্ষোভ প্রদর্শনকারি কৃষকদের বক্তব্য শোনার অনুরোধ করে বলেন, ‘ভগবান রাম আমাদের সকলের। আর যদি ভগবান এবং আল্লাহর মধ্যে বিভেদ করা হয়, তাহলে দেশ দুটুকরো হয়ে যাবে’।

শ্রীনগরে লোকসভায় বিপক্ষ দলের সামনে তিনি বলেন, ‘ঈশ্বর এবং আল্লাহ্‌ একই। ঈশ্বর এবং আল্লাহর মধ্যে পার্থক্য করলেই দেশ টুকরো হয়ে যাবে। যদি কোন বিষয়ে আমি ভুল করি, তাহলে আপনি শুধরে দেবেন। ঠিক তেমন ভাবেই আপনি ভুল করলে আমি শুধরে দেব। এভাবেই তো দেশ চলবে’।

1609994984 5ff692e8d1885 farooq abdullah

আবদুল্লাহ আরও বলেন, ‘রাম এই বিশ্বের সকলের রাম। কোরান আমাদের একার নয়, সকলের। বাইবেলও সবার। আপনাই আজকে আমাকে পাকিস্তানী, খালিস্তানি বা চীনা বলে ডাকছেন। আমি কিন্তু এখানেই থাকব। কাউকে ভয় পাই না আমি। শুধুমাত্র উপরওয়ালাকে আমার জবাবদিহি করতে হবে’।

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার প্রসঙ্গে ফারুক আবদুল্লাহ সরকারকে সেখানকার মানুষদের মন থেকে নেমে নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, ‘জম্মু কাশ্মীরের মানুষদের একসঙ্গে নিয়ে চলে দুনিয়াকে দেখিয়ে দিতে হবে। আমি জাতিসংঘেও ভারতকে নিয়ে কথা বলতে গিয়েছিলাম। এই দেশ আমাদের এবং আপনাকেও আমাকে সম্মান করতে হবে’।

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে আবদুল্লাহ বলেন, ‘বেশি টিকা দেওয়ার দ্রুত ব্যবস্থা করতে হবে। করোনা আবহে এবং লকডাউনের মধ্যে অনেক বেকারত্ব তৈরি হয়েছে। মানুষ অনেক সমস্যায় আছেন। সরকারের উচিত তাদের যথাসম্ভব সাহায্য করা’।

Smita Hari

সম্পর্কিত খবর