বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে রবিবার ফের একবার বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের লজ্জাজনক হারের ফলে আপাতত সেমিফাইনালের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে কোহলি বাহিনীর জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার মাত্র ১১০ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। এই চূড়ান্ত ব্যাটিং ধ্বসের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অধিনায়ক কোহলি এবং নির্বাচকদের নিয়ে। কারণ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া এমন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যারা গত আইপিএল এবং ঘরোয়া লিগে যথেষ্ট ভালো প্রদর্শন করেছিলেন। কিন্তু তারা নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকজন খেলোয়াড়ের তালিকা।
যুজবেন্দ্র চাহালঃ
স্বাভাবিকভাবেই এই তালিকাতে প্রথম নাম আসবে চাহালের, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও এই লেগস্পিনারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। তার জায়গায় দ্রুতগতির লেগ স্পিনার রহুল চাহারকে দলে নেওয়া হলেও আইপিএল থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচ সব জায়গাতেই তার পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। এমনকি প্রথম দুই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। অথচ এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন চাহাল। এমনকি আরেক স্পিনার বরুণ চক্রবর্তীও দুই ম্যাচেই সুপার ফ্লপ। তাই স্বাভাবিকভাবেই চাহালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে।
মহম্মদ সিরাজঃ
মহম্মদ সিরাজকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ঘনিষ্ঠতম খেলোয়াড়দের একজন বলে মনে করা হয়। দুজনেই আরসিবিতে একসঙ্গে খেলেন, তাই তাদের মধ্যে সম্পর্কও যথেষ্ট ভালো। এমনকি সম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে দেখতে গেলে, যথেষ্ট ভাল ফর্মেও ছিলেন তিনি। কিন্তু এবার নির্বাচকরা তার দিকেও ফিরে তাকাননি। অথচ সুযোগ দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে, ভুবনেশ্বরের অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না কিন্তু বর্তমানে তিনি একেবারেই ফর্মে নেই। এমনকি পাকিস্তান ম্যাচের পর দল থেকেও বাদ পড়ে যান তিনি, তাই অনেকেই প্রশ্ন তুলছেন ভুবনেশ্বরের জায়গায় দলে মহম্মদ সিরাজ কিংবা দীপক চাহারদের সুযোগ দেওয়া যেত কিনা।
পৃথ্বী শঃ
অনেকেই মনে করেন, দলের ব্যাকআপ ওপেনার হিসেবে পৃথ্বী শ ছিলেন যথেষ্ট বড় দাবিদার। একথা ঠিক যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর বাদ পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি বিজয় হাজারে ট্রফি এবং আইপিএলে তিনি অনেকটাই ফর্মে ফিরে ছিলেন। তাই অনেকের দাবি পৃথ্বী শকে ধরে রাখলে হয়তোবা আরও বেশি অপশন থাকতো ভারতীয় দলের কাছে। যদিও ওপেনার হিসেবে রাহুল রোহিত জুটি নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না। একথা মানতেই হবে কাল যেভাবেই জুটিতে পরিবর্তন এনেছিলেন বিরাট, তা মোটেই খুব বুদ্ধিমত্তার কাজ ছিল না।