বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানের (afghanistan) বর্তমান পরিস্থিতির সঙ্গে ভারত (india) বিভক্তের তুলনা করলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত (sanjay raut)। দলীয় মুখপত্র সামানায়, দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব ধ্বংসের যন্ত্রণার স্মারক হিসেবে আফগানিস্তানের ঘটনাকে ব্যাখ্যা করলেন সঞ্জয় রাউত।
সঞ্জয় রাউত দাবী করেছেন, যদি মহাত্মা গান্ধীর জায়গায় পাকিস্তানের নির্মাতা জিন্নাকে হত্যা করতেন নাথুরাম গডস, তাহলে হয়ত এই বিভাজন বন্ধ করা যেত। আর ১৪ ই আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসেবেও পালন করতে হত না।
তিনি আরও বলেন, ‘দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের ধ্বংসের কথা মনে করিয়ে দিচ্ছে এই আফগানিস্তানের পরিস্থিতি’।
আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে ভারত বিভাগের তুলনা করে সঞ্জয় রাউত বলেন, আফগান সেনারা এখন এখানে থেকে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত পৃথক হওয়া অংশ ফেরত পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিভক্তির যন্ত্রণা ভুলে যাওয়া যাবে না।
সঞ্জয় রাউত আরও জানান, ‘অখণ্ড ভারতের যে স্বপ্ন আমরা দেখছি, তা মনে হয় না কোনদিন সত্যি হবে। কিন্তু একটা আশা নিয়ে রয়েছে গোটা পৃথিবী। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অখন্ড ভারত করতে চান, তাহলে তাঁকে স্বাগত জানাই। তবে তাঁকে পাশাপাশি এও জানাতে হবে, যে পাকিস্তানের ১১ কোটি মুসলিমকে নিয়ে, তাঁর কি চিন্তা ভাবনা রয়েছে’।