কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে না দাঁড়ালেই মিসাইল হামলা: পাক মন্ত্রী আলী আমিন গান্ডাপুর

বাংলা হান্ট ডেস্ক : আস্তে আস্তে কাশ্মীর হাতছাড়া হয়ে যাচ্ছে তাই যত দিন যাচ্ছে ততই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতকে পাকিস্তান একদিকে যেমন কোণঠাসা করতে চাইছে তেমনই কাশ্মীরকে পেতে কার্যত মরিয়া হয়ে উঠেছে পাক প্রশাসন৷ কিন্তু কোনওটাতেই সাফল্য না পাওয়ায় এবার হুমকিকে হাতিয়ার করতে হলেও পাক সরকারকে তাই তো কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে না দাঁড়িয়ে ভারতকে সমর্থন করা দেশগুলিকে ফল ভুগতে হবে এমনটাই হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী আলী আমিন গন্ডাপুর৷ যেহেতু জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়া ঘোষণা কার্যত কয়েক দিনের অপেক্ষা তাই তার আগেই শেষ বারের মতো লড়াই করতে চাইছে পাকিস্তান৷ahafooo 1280x720

ইতিমধ্যে মঙ্গলবার ভূস্বর্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছেন, ঠিক সেই সময়ই এক পাক টিভি চ্যানেলে কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান বিষয়ক মন্ত্রী আল আমিন গন্ডাপুর সাক্ষাত্কার দিতে গিয়ে কার্যত হুমকির সুরে কাশ্মীর বিষয়ে পাকিস্তানের পাশে যদি কোনও দেশ না দাঁড়ায় তাহলে তারা এই দেশের শত্রু, এবং যুদ্ধের পরিস্থিতিতে সেই দেশগুলির উপরেও মিসাইল হানা হতে পারে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দেন৷

কেন্দ্রীয় সরকারের 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই কাশ্মীর ভারত বিরোধে সরব হয়েছে পাশাপাশি উপত্যকার পরিস্থিতিকে অশান্তি কর করে তুলতে বারবার সীমান্ত দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এক দিকে যেমন গোলাগুলি চালাচ্ছে অন্যদিকে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে, এমন অভিযোগ ভারত করলেও তাঁর নস্যাত্ করেছে পাকিস্তান৷

ইতিমধ্যে বেশ কয়েকবার ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তান সেনাদের ও জঙ্গিদের গুলির লড়াইও চলছে৷ তবে কাশ্মীরকে কোনও ভাবেই ভারতের হাতে ছেড়ে দিতে রাজি নয় পাকিস্তান৷ তাই একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হলেও নতুন পরিকল্পনা শুরু করে দিচ্ছে পাক সরকার৷


সম্পর্কিত খবর