বাংলা হান্ট ডেস্ক : ভারতের মতো দেশে রাস্তায় খানাখন্দ এবং গর্তের সমস্যা নতুন কিছু নয়৷ নিত্যদিন নিত্যযাত্রীরা বাড়ির কাছে বা অফিস যাওয়ার সময় রাস্তার গর্তের জন্য নানান রকমের সমস্যার মুখোমুখি হয় তবে এবার মুম্বাইয়ের রাস্তার গর্ত থেকেই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সাধারণ মানুষ৷ এবার বিএমসি র তরফ থেকে রাস্তার সামনে পাকা গর্তের সমস্যা নিয়ে যাঁরা অভিযোগ করবেন তাঁদের পুরস্কার দেওয়া হবে৷ তবে বিএমসির অধীনস্ত সেই সমস্ত রাস্তার গর্ত কমপক্ষে এক ফুট তিন ইঞ্চি গভীর হতে হবে এবং অভিযোগ জানানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই যদি রাস্তা সারাই না হয় সেক্ষেত্রে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে৷
একটি সংবাদমাধ্যম সূত্রের খবর বিএমসি র তরফে মাই বিএমসি পথহোল ফিক্সিট অ্যাপ চালু করেছে, অ্যাপ চালু হওয়ার এক মাসের মধ্যেই নাগরিকরা রাস্তার গর্ত সম্পর্কিত অভিযোগ জানাতে পারবেন ওই অ্যাপের মধ্য দিয়ে৷ সম্প্রতি বিএমসি প্রশাসনের এক বৈঠকে সাত জেলার পুর কমিশনারদের নিজ নিজ ওয়ার্ডে কর্মীদের গর্ত পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়৷ 31 অক্টোবর তারিখ অবধি ডেড লাইন ধরা হয়েছিল৷ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন উদ্যোগের মধ্য দিয়ে গর্ত সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল৷
উল্লেখ্য প্রতি বছর বর্ষায় বাণিজ্য নগরী মুম্বইয়ের রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ভয়াবহ সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের৷ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে এখনও অবধি বাণিজ্যনগরীর 96 শতাংশ রাস্তাই খানাখন্দে ভর্তি৷