উইলিয়ামসন ও রবীন্দ্রর তান্ডব, ৩৫ ওভারে ৪০০ রান করলে তবেই সেমিফাইনালে উঠবে পাকিস্তান!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ব্যাঙ্গালোরে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)। পরপর তিন ম্যাচ হারার পর জিততে মরিয়া কিউয়িরা। অপরদিকে বাবর আজমরা (Babar Azam) বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর আজ জয় পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। আজ জয় পেলে বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতেন তারা। কিন্তু দলে ফেরা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) এবং ফর্মে থাকা ভারতীয় বংশোদ্ভূত রাঁচিন রবীন্দ্র (Rachin Ravindra) আজ ধ্বংস করে দেন পাকিস্তানের (Pakistan Cricket Team) বোলিংকে।

এর আগে কেবলমাত্র একটি ম্যাচ খেলেছিলেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ৭৪ রান করে বুড়ো আঙ্গুলে আঘাত পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর আজ করলেন ৯৫ রান এবং ছক্কা মেরে শতরান পূরণ করতে গিয়ে ইফতিকার আহমেদকে নিজের উইকেটটা উপহার দিয়ে এলেন।

অপরদিকে আজকের ম্যাচে ওপেন করতে নামা ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ক্রিকেটার রাঁচিন রবীন্দ্র ব্যাট হাতে ওপেন করেন এবং টুর্নামেন্টে নিজের তৃতীয় শতরান পূর্ণ করেন। চলতি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে চাপে ফেলে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক-কে।

আরও পড়ুন: কেন ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারল না বাংলাদেশ? বড় রহস্য ফাঁস করলেন সাকিব

আজ সচিন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। এর আগে ২৫ বছরের কম বয়সী কোনো ক্রিকেটার নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে সর্বোচ্চ রান করেছেন এমন দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন কিংবদন্তি মাস্টার ব্লাস্টার। ১৯৯৬ সালের বিশ্বকাপে ৫২৩ রান করেছিলেন সচিন। চলতি বিশ্বকাপে হাতে একটি লিগ পর্বের ম্যাচ বাকি রেখেই আজ সচিনকে ছুঁয়ে ফেলেছেন রাঁচিন। সেইসঙ্গে প্রথম ক্রিকেটের হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে তিনটি শতরান করার রেকর্ডও করেছেন তিনি।

আরও পড়ুন: সেমিফাইনালে উঠতে পারিনি, কিন্তু ভারতের চেয়ে আমাদের স্পিনাররা এগিয়ে! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

পাকিস্তান যদি নিউজিল্যান্ডের রান রেটকে অতিক্রম করতে চায় তাহলে তাদের এই জয় তুলে নিতে হবে মাত্র ৩৫ ওভারে। কিন্তু পাকিস্তানের সামনে লক্ষ্য হলো ৪০২ রানের। কাজটা একপ্রকার অসম্ভব। কিন্তু টিকে থাকতে গেলে অন্তত ৪০ ওভারের মধ্যে এই রান তুলে নিতেই হবে পাকিস্তানকে। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। অপরদিকে নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই মুহূর্তে চূড়ান্ত বেকায়দায় থাকা শ্রীলঙ্কার। আর আজ যদি নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জনের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যাবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর