সেমিফাইনালে উঠতে পারিনি, কিন্তু ভারতের চেয়ে আমাদের স্পিনাররা এগিয়ে! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh Cricket Team) পক্ষে আর কোনও ভাবেই সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয় নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে নিজের হাতে নিজেদের যাবতীয় সম্ভাবনা শেষ করেছেন সাকিব আল হাসানরা। ভারতীয় দল (Indian Cricket Team) যেমন প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে ঠিক তেমনই প্রথম দল হিসেবে তারা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে বিশ্বকাপের (2023 ODI World Cup) বাকি দুটি ম্যাচে এখনো একটি বিশেষ কারণে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

আইসিসি জানিয়ে দিয়েছে যে আয়োজক পাকিস্তান ছাড়া চলতি বিশ্বকাপের পয়েন্টস টেবিলের প্রথম সাতটি দল (পাকিস্তান সাতের মধ্যে থাকলে আটটি) দু’বছর পরে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে। ওডিআই বিশ্বকাপে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে দশটি দল। পাকিস্তানের টপ সেভেনে থাকা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়, তাহলে তাদের প্রথম আটের মধ্যে থাকতেই হবে।

bangladesh shakib kohli

এই মুহূর্তে বাংলাদেশ পয়েন্টস টেবিলের ৯ নম্বরে রয়েছে। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দল জয় পাবে কিনা, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। কিন্তু এর মধ্যেই ভারতকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়লো বাংলাদেশ।

আরও পড়ুন: সৌরভ বা ধোনির আমলেও হয়নি এমন ঘটনা! বিশ্বকাপে ইতিহাস বদলে দিচ্ছে রোহিতের ভারতীয় দল

চলতে বিশ্বকাপে বাংলাদেশ দল শোচনীয় পারফরম্যান্স করলেও স্পিনারদের দিক দিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের হিসাবে বাংলাদেশে আছে তিন নম্বরে। আফগানিস্তানের স্পিনাররা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট (২৫) নিয়েছেন। তারপরেই রয়েছেন নিউজিল্যান্ডের স্পিনাররা (২৩)। বাংলাদেশ স্পিনাররা ২২ উইকেট নিয়ে ঠিক তিন নম্বরে রয়েছে আপাতত। ভারতীয় স্পিনারদের থেকে তারা আপাতত এগিয়ে রয়েছে। কুলদীপ, অশ্বিন এবং জাদেজা মিলে চলতি বিশ্বকাপে মোট ২০ টি উইকেট নিয়েছেন। দিক দিয়ে তারা ভারতের থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য বাংলাদেশ ভক্তদের।

আরও পড়ুন: ইডেনে কোহলিদের ম্যাচের টিকিট নিয়ে তুমুল কালোবাজারি! এবার পুলিশের নিশানায় সৌরভের পরিবার

যদিও সোশ্যাল মিডিয়ায় এই দাবির পাল্টা দিয়েছে ভারত। বাকি ম্যাচগুলিতে ভারতের পেসাররা ধারাবাহিকভাবে এতটা বেশি দাপট দেখিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে স্পিনারদের বোলিং করার সুযোগই হয়নি খুব একটা বেশি। আর এই কারণেই বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারতের স্পিনারদের চেয়ে এমনটা দাবি করেছেন অনেকেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর