রোহিত শর্মাকে RCB কিনতে চাইলে করতে হবে কত খরচ? জানিয়ে দিলেন অশ্বিন

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর মেগা নিলামের বিষয়ে ইতিমধ্যেই BCCI কর্তৃক নিয়ম ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, নিলামের আগে কোন ৬ জন খেলোয়াড়কে ধরে রাখা হবে তা নিয়ে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। এদিকে, কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের বড় খেলোয়াড়দেরও রিলিজ করে দিতে বাধ্য হবে। তবে, নিলামের আগে অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাও (Rohit Sharma) তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বেন বলে মনে করা হচ্ছে। তাই, রোহিতের নিলামে আসার অপেক্ষায় অনেক ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামও রয়েছে।

রোহিত শর্মাকে (Rohit Sharma) RCB কিনতে চাইলে করতে হবে এত খরচ:

নিলামে রোহিত শর্মার (Rohit Sharma) দাম নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন অশ্বিন: সম্প্রতি ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। যেখানে তিনি এটা জানিয়েছেন যে, মেগা নিলামে রোহিত শর্মাকে কিনতে RCB-কে কত কোটি টাকা খরচ করতে হতে পারে। আর এই বিষয়টিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

If RCB wants to buy Rohit Sharma, how much will it cost.

জানিয়ে রাখি যে, RCB আগামী মরশুমের IPL-এর জন্য একজন নতুন অধিনায়ক খুঁজছে। এমতাবস্থায়, এক্ষেত্রে রোহিতের (Rohit Sharma) চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। অন্যদিকে ক্রিকেট অনুরাগীরাও বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে RCB-র হয়ে একসঙ্গে খেলতে দেখতে চান।

আরও পড়ুন: SBI-এর গ্রাহকদের খুলে গেল কপাল! নেওয়া হল বড় সিদ্ধান্ত, এখনই নিন জেনে

উল্লেখ্য যে, অশ্বিন প্রায়শই তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুরাগীদের সাথে যোগাযোগ রাখেন। সেই সময় একজন অনুরাগী তাঁকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি IPL-এ একই দলের হয়ে খেলার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। এর জবাবে অশ্বিন জানান যে, RCB যদি রোহিত শর্মাকে দলে অন্তর্ভুক্ত করতে চায় তবে তাদের ২০ কোটি টাকা খরচ করতে হবে। অর্থাৎ, তিনি মনে করেছেন যে রোহিত শর্মা যদি নিলামে উপস্থিত হন সেক্ষেত্রে তাঁর দাম পৌঁছতে পারে ২০ কোটি টাকায়।

আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টে ইতিহাস তৈরি করার পথে যশস্বী! প্রথম ভারতীয় হিসেবে গড়তে পারেন দুর্ধর্ষ নজির

ডানহাতি ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) IPL-এর অন্যতম অভিজ্ঞ এবং নামকরা খেলোয়াড়। এর পাশাপাশি তিনি এই মেগা লিগের অন্যতম সফল অধিনায়কও। তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার ট্রফি জিতেছে। অপরদিকে, RCB এখনও IPL-এর ট্রফি জেতা থেকে বঞ্চিত রয়েছে। তাই, রোহিত এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হলে ট্রফির খরা কাটতে পারে বলেই বিশ্বাস অনুরাগীদের।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর