“প্রতি ম্যাচে একাদশে বদল আনবো”, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মন্তব্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরম্ভ হয়ে গিয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। আজ সিডনিতে সুপার টুয়েলভ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আয়োজক অস্ট্রেলিয়া এবং গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া কিন্তু এই মুহূর্তে দুই ওপেনারের দাপটে ভালো জায়গায় রয়েছে কিউয়িরা। কাল এর থেকেও বড় হাইভোল্টেজ ম্যাচ মেলবোর্নেও মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচসহ গতা টুর্নামেন্টটি জিততে ভারত কতটা মরিয়া, সেটা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন রোহিত শর্মা।

ভারত শেষবার কোন আইসিসি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল ২০১৩ সালে। তারপর দীর্ঘ নয় বছর কেটে গেলেও এখনো অবধি কোনও আইসিসি প্রতিযোগিতার জেতা হয়নি মেন ইন ব্লুজ-দের। কখনো ফাইনাল কখনো সেমিফাইনাল কখনো বা আরো আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা জানিয়েছেন ভারতের মতন দেশের পক্ষে ব্যাপারটা খুব একটা সুখকর নয়। ভক্তদের প্রত্যাশা সবসময়ই অত্যন্ত বেশি থাকে বলে জানিয়েছেন রোহিত এবং এখনও অবধি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় ভারতীয় দলের সদস্যরাও হতাশ।

রোহিত অনেকদিন আগেই বলে দিয়েছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে কেমন দল নামাবেন সেই পরিকল্পনা অনেক আগেই ছকে ফেলা হয়েছে। তিনি সেই ক্রিকেটারদের জানিয়েও রেখেছেন যারা পাকিস্তানের বিরুদ্ধে সেদিন মাঠে নামতে চলেছেন। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে অন্য সুর গেয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন দলের প্রয়োজনে ম্যাচের আগে এবং প্রত্যেকটি ম্যাচেও তিনি প্রথম একাদশে পরিবর্তন আনতে পারেন।

rohit babar

তাহলে কি ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়! তেমনটা মনে করতে নারাজ রোহিত। তিনি বলেছেন, “আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। দল ভালো ফর্মে রয়েছে। চলতি বছরে ৩০-এর বেশি ম্যাচ খেলেছি এবং বেশিরভাগ ম্যাচেই আমরা জয় পেয়েছি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আমরা আমাদের ভুলগুলো খুঁজে বার করেছি এবং সেই অনুযায়ী পরিশ্রম করেছি।”

ভারতের বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট কিনা সে প্রশ্ন করা হলে রোহিত জবাবটি দিয়েছেন অন্যরকমভাবে। তিনি জানিয়েছেন যে তিনি টুর্নামেন্ট শুরুর আগে কোন দলকেই ফেভারিট বা আন্ডারডগ হিসেবে দেখেন না। প্রতিটা ম্যাচে নামার আগে কারা কেমন অবস্থায় রয়েছে এবং ম্যাচে তারা কিরকম পারফরম্যান্স করছে সেই বিষয়টাই রোহিত শর্মার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর