বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে বদ্ধ পরিকর তৃণমূল শিবির। পিছিয়ে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ভবানীপুর জুড়ে দাপিয়ে বেড়িয়ে প্রচার করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু প্রচার করাই নয়, প্রচাররে মঞ্চ থেকে কড়া ভাষায় একের পর এক হুঁশিয়ারিও দিচ্ছেন বিজেপি শিবিরকে।
রবিবার পদ্মপুকুরের নির্বাচনী সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, উন্নয়ন নিয়ে কোন চিন্তা নেই ওদের। বিধানসভা ভোটের আগে বহিরাগত নেতাদের পাঠিয়েও কোন লাভ হয়নি, উল্টে মুখ থুবড়ে পড়েছে ওরা। আর এবার এজেন্সি পাঠাচ্ছে। আমাকে ৫ টা কেন ৫০০ টা চিঠি পাঠালেও মেরুদন্ড বিক্রি করব না আমি’।
এদিন দিলীপ ঘোষকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘যে বিজেপিতা নেতা গরুর দুধে সোনা পেতেন, এবার তাঁর দিন শেষ। এখন নতুন যিনি এসেছেন, তিনি আবার নাটক করছেন। ওটা ভারতীয় যাত্রা পার্টি। আমাদের দলের কাটছাঁটগুলো নিয়ে ভালো থাকুক ওরা’।
ত্রিপুরায় (Tripura) ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ তুলে এদিন অভিষেক বলেন, ‘আমাকে ত্রিপুরায় যাওয়া থেকে আটকানোর জন্য ওখানে ১৪৪ ধারা জারী করেছে। দেশের সবথেকে বড় দল কেন এত ভয় পাচ্ছে? তবে যখনই ১৪৪ ধারা তুলে নেবে, তার ২৪ ঘণ্টার মধ্যেই আমি সেখানে যাব। আমাকে আটকানো যাবে না। ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই। শুধু ত্রিপুরা কেন, গোটা রাজ্যের বেশকিছু জায়গায় তৃণমূল সরকার গড়ে উঠবে’।