দল পার্মিশন দিলে ওকে কালীঘাট থেকে বেরোতে দেব না, জেপি নাড্ডার উপর হামলার প্রসঙ্গে বললেন সৌমত্র খাঁ

বাংলাহান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রতিবাদে সরব হলেন বিজেপির সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। একই সঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীও (Locket Chatterjee)। ঘটনার বিষয়ে সবিস্তারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে জানাতে এদিন তারা গিয়েছিলেন রাজ্যপাল ভবনেও।

রাজ্যপালকে সবিস্তারে জানালেন সৌমিত্র খাঁ
রাজ্যপাল ভবনের সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘ডায়মন্ড হারবারে জেপি নাড্ডা জির কনভয়ের উপর এবং সেইসঙ্গে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের কনভয়ের উপর যেভাবে আক্রমণ করা হল, ওখানকার SP দুষ্কৃতীদের নিয়ে যেভাবে এই কাজগুলো করেছেন, সেই বিষয়েই অভিযোগ জানাতে আমরা রাজ্যপাল ভবনে এসেছিলাম। মাননীয় রাজ্যপাল জিকে সবিস্তারে আমরা জানিয়েছি। আমরা রাজ্যজুড়ে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন করছি, আমাদের আন্দোলন চলবে’।

nvhdhhnflmd

হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানীর্জীকেও
তিনি আরও বলেন, ‘২০১৯ এর পর অভিষেক ব্যানীর্জীকে আমরা ঘর থেকে বেরোতে দিইনি। মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়েছিলেন। একটা ছোট ছেলে, বাচ্চা ছেলের মত কাজ করছেন। উনি তো হঠাত করে কোল থেকে নেমে রাজনীতি করছেন। উনি যেভাবে রোহিঙ্গাদের, দুষ্কৃতীদের, SP কে সঙ্গে নিয়ে যে অন্যায়টা করলেন, তাঁর পাল্টা আমরাও ঠিক দেব। দল যদি আমাদের পার্মিশন দেয়, তাহলে আমরা ওনাকে কালীঘাট থেকেই বেরোতে দেব না’।

https://www.facebook.com/1328538307199555/videos/2834570030158958/

রাজ্যপাল ভবনে গিয়েছিলেন লকেট চ্যাটার্জীও
সেইসঙ্গে এই ঘটনার নিন্দা প্রকাশ করে লকেট চ্যাটার্জী বলেছেন, ‘আমাদের বিজেপি নেতৃত্বদের কনভয়ের উপর আজকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেজন্য আমরা বাংলার যুব মোর্চার পক্ষ থেকে আন্দোলন, বিক্ষোভ করেছি। এই বিষয়টা আমরা রাজ্যপালকেও জানিয়েছি। তিনিও এই বিষয়ের জন্য নিন্দা প্রকাশ করেছেন। তিনি উচ্চ প্রশাসন এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন’।

ncsnvkh

বাংলাকে দেখে পাকিস্তানের অংশ বলে মনে হচ্ছিল
লকেট চ্যাটার্জী আরও বলেন, ‘ডায়মন্ড হারবারে যেভাবে আজকের পুলিশের সামনে তৃণমূলের গুণ্ডারা পতাকা নিয়ে, ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, আক্রমণ করেছে, সেটা দেখে মনে হচ্ছিল সেই পুরোন কাশ্মীর, সেই পাকিস্তান, বাংলা যেন পাকিস্তানে পৌঁছে গেছে। উনি তো গুণ্ডাগিরি করে, হিন্দুদের মেরে সাংসদ হয়েছেন। আজকে ডায়মন্ড হারবার কি শুধুমাত্র ভাইপোর? ভবানিপুরটা কি শুধুমাত্র পিসির?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর