বাংলাহান্ট ডেস্কঃ নানা সময়ে বিজেপির (bjp) বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে ওঠার পর, আবারও আলোচনার শীর্ষে উঠলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। রবিবার তিনি মন্তব্য করেন, ‘প্রতিবেশি দেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে, ভারতের উচিত বাংলাদেশকে আক্রমণ করা’।
ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত এই বিষয়ে সমর্থন করা বন্ধ করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইসকল পাগল মানুষকে হিন্দু মন্দির ভাঙা, হিন্দু মন্দিরকে মসজিদে রূপান্তর এবং হিন্দুদের ধর্মান্তরিত করা থেকে বিরত থাকার সতর্কতা দিয়েছেন। যদি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে ভারতের উচিৎ বাংলাদেশে আক্রমণ করা এবং দখল নেওয়া।
ত্রিপুরার ‘সংস্কৃতিক গৌরব প্রতিষ্ঠান’ ইউনিটের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় ছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার পর পাকিস্তানের বিষয়েও কড়া বার্তা দেন তিনি। পাক সরকার ইমরান খানকে আক্রমণ করে তিনি বলেন, ‘ইমরান খান একজন চাপরাশি। আইএসআই, সামরিক ও সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হয় পাকিস্তান। তাই সেদেশের সঙ্গে আলোচনা করে কন লাভ নেই’।
সেইসঙ্গে তিনটি হিন্দু মন্দির রাম মন্দির, মথুরায় কৃষ্ণ মন্দির এবং বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির নির্মানের জন্য মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। দেখেবন বিজেপি একটি ‘রামমন্দির’ তৈরি করবে- এমন মন্তব্যও করেন তিনি।