বাংলাহান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং সচিব পদে রয়েছেন জয় শাহ। কিন্তু দু’জনেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাদের ভবিষ্যতের ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। আর এমন পরিস্থিতিতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানালেন সুপ্রিম কোর্ট যদি বলে তাহলে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়তে রাজি, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কোন প্রকার চ্যালেঞ্জ না করেই তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন।
লোধা কমিটির নিয়ম অনুসারে বলা আছে যদি কোন ব্যক্তি রাজ্য এবং দেশের ক্রীড়াক্ষেত্রে টানা ছয় বছর কোন পদে থাকেন তাহলে তাকে বাধ্যতামূলক তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। এই মুহূর্তে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ দুজনেরই সেই ছয় বছর পূর্ণ হয়ে গিয়েছে।
21 শে জুলাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সুপ্রিমকোর্টের কাছে আবেদন করা হয়েছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহর মেয়াদ বৃদ্ধি করা হয়। তাদেরকে যেন বাধ্যতামূলক কুলিং হবে না পাঠানো হয়, তাদের মেয়াদ যেন 2025 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট তবে সৌরভ গাঙ্গুলী জানিয়েছে সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মাথা পেতে মেনে নেবেন, তার বিরুদ্ধে কোন প্রকার চ্যালেঞ্জ করবেন না।