স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই ৫ বছরের জেল স্বামীর! এই দেশে রয়েছে অদ্ভুত আইন

বাংলা হান্ট ডেস্ক: বিবাহিত জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিন অত্যন্ত আগ্রহের সাথে “সেলিব্রেট” করেন দম্পতিরা। যার মধ্যে রয়েছে অর্ধাঙ্গিনী তথা স্ত্রীর জন্মদিন (Birthday) পালন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন চমকের পরিকল্পনা করে রাখেন পুরুষেরা। যদিও, কেউ কেউ আবার বেমালুম ভুলে যান এই দিনটি। আর স্বাভাবিকভাবেই ওই ঘটনা বিগড়ে দেয় স্ত্রীর মন।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি দেশের প্রসঙ্গে জানাবো যেখানে এমন এক অদ্ভুত আইন (Weird Law) রয়েছে যেটি সম্পর্কে জানার পর রীতিমতো আকাশ থেকে পড়বেন আপনি। মূলত, ওই দেশে ভুলবশত স্ত্রীর জন্মদিন স্বামী ভুলে গেলেই ঘটে চরম বিপত্তি। এমনকি, ওই স্বামীর ৫ বছরের কারাদণ্ডেরও সম্ভাবনা থাকে। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। চলুন জেনে নিই কোন দেশে রয়েছে এহেন আইন।

প্রথম ভুলের পর সতর্ক করা হয়: জানা গিয়েছে, সামোয়া দেশে এই আইন প্রযোজ্য রয়েছে। শুধু তাই নয়, এই আইন কঠোরভাবে অনুসরণও করা হয়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সামোয়াতে কোনো স্বামী যদি প্রথমবার তাঁর স্ত্রীর জন্মদিন ভুলে যান সেক্ষেত্রে তাঁকে সতর্ক করা হয়। তবে, সেই ভুল দ্বিতীয়বার হলে স্বামীর জরিমানা বা জেল হয়ে যায়। ওই দেশের আইনে এই অপরাধের জন্য ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আইনের সঠিক ব্যবহারের জন্য রয়েছে টিম: প্রাপ্ত তথ্য অনুযায়ী, সামোয়াতে এই আইনটি যাতে ঠিক মত মেনে চলা হয় তা নিশ্চিত করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জন্য পুলিশ পর্যায়ের একটি আলাদা টিম কাজ করে। মূলত, ওই টিমটি এই ধরণের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, প্রায়শই সচেতনতা শিবিরের মাধ্যমে স্ত্রীদেরও এই আইন সম্পর্কে জানানো হয়।

jail prison 1

এদেশে জগিং করাও বেআইনি: ইতিমধ্যেই আমরা স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর শাস্তির কথা জানিয়েছি। এছাড়াও, পূর্ব আফ্রিকায় আরও একটি অদ্ভুত আইন রয়েছে। যা সকলকে রীতিমতো চমকে দেয়। সেখানকার মানুষের কাছে জগিং করার ক্ষেত্রে কোনো অনুমতি থাকে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর