‘সুষ্ঠ নির্বাচনে হলে বিজেপিই জিতবে’, কেষ্ট গড় থেকে মমতাকে বিঁধলেন মিঠুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। গত ২৩ নভেম্বর থেকে বিজেপির হয়ে প্রচারে বঙ্গের মাটিতে পা রেখেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঘুরছেন জেলায়-জেলায়। ৫ দিনের ঠাসা কর্মসূচীর শেষদিনে অনুব্রতগড় বীরভূমে (Birbhum) যান তিনি। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলকে কোণঠাসা করতে যেন আরও মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির।

টানা পঞ্চম দিনের কর্মসূচী সফরে তার সফরসঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন বীরভূম সভা মঞ্চ থেকে মাইক হাতে নিয়ে মহাগুরু কথা বলে সেখানের সাধারণ মানুষদের সঙ্গে। স্থানীয়দের অভাব-অনটনের কথা শুনে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেইসঙ্গে সকলকে একযোগে কাজ করার বার্তা দিয়ে মঞ্চ থেকে তিনি বলেন, “সবকিছু মোদীজি-অমিত শাহ করবেন এটা হবে না। এবার আমাদেরও কিছু করতে হবে। তাই সবাই এবার দায়িত্ব নিয়ে বলুন আমরা সবাই মিলে কাজ করব।” এদিন বারংবারই তার গলায় শোনা গেলো শাসক দলের উদ্দেশ্যে ক্ষোভ।

সভা থেকেই নাম না করে তৃণমূল নেত্রীকে বারংবার বিঁধলেন তিনি । সেই সঙ্গে হুঙ্কার করে বললেন “সুষ্ঠ নির্বাচন হলেই বাংলায় জিতবে বিজেপি। তিনি আরও বলেন, “ফেয়ার ইলেকশন হলে কালকে বিজেপি ক্ষমতায় আসবে। সুষ্ঠ নির্বাচনের পরেও আপনি জিতলে স্যালুট। কিন্তু, সুষ্ঠ নির্বাচনই তো হতে দিচ্ছেন না। এখন তো অনেক পুলিশকর্মী চাটুকারিতা করছেন। তাঁরা শিরদাঁড়া সোজা করে দাঁড়ালে বদলাতে পারে চিত্রটা।”

এদিন অনুব্রতগড়ে দাঁড়িয়ে সিএএ প্রসঙ্গেও মুখ খুললেন তিনি। মিঠুন বলেন, নাগরিকত্ব আইন নিয়ে একটা অংশের মানুষ ভুল বার্তা ছড়াচ্ছে । এটা বন্ধ হওয়া প্রয়োজন। বাংলা থেকে দূর করতে হবে ভয়ের রাজনীতি। সিএএ বোঝাতে কোনও আলাদা ব্যবস্থার দরকার নেই। ভারতবর্ষ যদি বাড়ি হয়, তাহলে এই বাড়ির মালিক আপনিই। আপনার আধার কার্ডই নাগরিকত্বের আসল প্রমাণ। ভারতবর্ষে সকলের সমান অধিকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর