বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে KKR (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলে একদম প্রথম সারিতে রয়েছে শাহরুখ খানের দল। বর্তমানে ১৩ টি ম্যাচ খেলে ১৯ পয়েন্ট হাসিল করেছে নাইটরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে KKR।
এদিকে, IPL-এর নিয়ম অনুযায়ী লিগ টেবিলের এক ও দুই নম্বর দল ফাইনালে ওঠার ক্ষেত্রে দু’টি সুযোগ পাবে। নির্ধারিত সূচি অনুযায়ী KKR আগামী ২১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার খেলবে। তবে, দিন এবং স্থান স্থির হয়ে গেলেও প্রথম কোয়ালিফায়ারে KKR-এর প্রতিপক্ষ কে হবে সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।
তবে, পয়েন্ট তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। পাশাপাশি, চেন্নাই সুপার কিংসেরও দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে। এদিকে, প্লে-অফের আগে আরও একটি বিষয় সবাইকে ভাবিয়ে তুলছে। সেক্ষেত্রে, চিন্তার উদ্রেক ঘটাচ্ছে বৃষ্টি। কারণ, প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টি “ভিলেন” হয়ে যায় এবং সেই কারণে যদি সম্পূর্ণ খেলা ভেস্তে যায় সেক্ষেত্রে ফাইনালে কোন দল পৌঁছবে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ কোয়ালিফায়ারের ক্ষেত্রে কোনো রিজার্ভ ডে বরাদ্দ নেই।
আরও পড়ুন: হেলমেট না পরে গাড়ি চালানোয় ১,০০০ টাকার জরিমানা ব্যক্তির! তারপরে যা হল….
এদিকে, আমরা যদি IPL-এর নিয়মের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে, বৃষ্টির কারণে যদি কোয়ালিফায়ারের ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে, যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। এমতাবস্থায়, দ্বিতীয় স্থানে থাকা দলটিকে মুখোমুখি হতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। তাই, সামগ্রিকভাবে পরিসংখ্যানের দিক থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টির কারণে বিঘ্নিত হয় সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌলতে KKR সরাসরি পৌঁছে যাবে IPL-এর ফাইনাল পর্বে।
আরও পড়ুন: IIT ড্রপ আউট হয়েও Google Cloud-এর CEO! “বস” সুন্দর পিচাইয়ের থেকেও বেশি সম্পদের মালিক থমাস
যদিও, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, নির্ধারিত দিনে অর্থাৎ ২১ তারিখে আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে, প্রথম কোয়ালিফায়ারে KKR কোন দলের মুখোমুখি হয় সেটাই এখন দেখার বিষয়।