বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে মানুষ এখন রাম মন্দির (Ram Mandir) নিয়ে ব্যস্ত। আর তিন দিন পরেই নিজ স্থানে ফিরতে চলেছেন রামলালা। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ আচার-অনুষ্ঠান পর্ব। গত বুধবারই মন্দির চত্বরে নিয়ে আসা হয়েছে রামলালার ৫১ ইঞ্চির মূর্তি। রেটিং তৈরি করেছেন অরুণ যোগীরাজ। গত বৃহস্পতিবার মন্দিরের গর্ভগৃহে মূর্তিটিকে প্রতিষ্ঠা করা হয়েছে।
এ তো গেল রাম মন্দিরের (Ram Mandir) কথা। তবে আপনি কি অযোধ্যার (Ayodhya) দশরথ মহল (Dasharath Mahal) দেখেছেন? যেখানে রামলালা বড় হয়েছেন। রাজা দশরথ মহলে আপনাকে মোট ৩টি দরজা পার করে যেতে হবে। তৃতীয় দরজা পার করলেই পেয়ে যাবেন মহলের উঠোন। রাম মন্দির উদ্বোধনের আবহে সেই মহলও সেজে উঠেছে।
অযোধ্যার এই দশরথ মহলে ভগবান শ্রী রাম, মাতা সীতা, লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং ভরতের প্রতিমা স্থাপন করা হয়েছে। মহলে রাজা দশরথ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। কথিত আছে এই মহলে যদি কেউ কিছু মানত করে তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শ্রী রাম কাউকেই নাকি অক্ষুন্ন রাখেননা।
স্থানীয় মানুষের বিশ্বাস, রাজা দশরথ ত্রেতাযুগে এই প্রাসাদটি তৈরি করেছিলেন। এটি হনুমান গড়ি থেকে ১০০ মিটার দূরে অবস্থিত। অযোধ্যার এই দশরথ মহলে প্রতি বছর শ্রাবণ মেলা, চৈত রাম নবমী, কার্তিক মেলা, দীপাবলি, রাম বিবাহ পালিত হয়। তাই যদি অযোধ্যার রাম মন্দির দর্শনে যান তাহলে একবার এই দশরথ মহল থেকেও ঘুরে আসতে পারেন।