Indian Railways: সময়ের আগে স্টেশনে পৌঁছলে দিতে হবে ৩০ টাকা! নতুন নিয়ম আনতে চলেছে রেল

বাংলাহান্ট ডেস্ক : কোষাগারকে বাড়তি অক্সিজেন দিতে মরিয়া রেল কর্তৃপক্ষ। স্টেশনে দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয় গুলিকে বেসরকারীকরণের উদ্যোগ রেলের। ইতিমধ্যেই বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে এর ফলে সময়ের আগে ট্রেন ধরতে আসলে যাত্রীদের প্রতীক্ষালয়ের জন্য দিতে হবে ঘন্টা পিছু অতিরিক্ত ৩০ টাকা।

রেলের একটি নির্দেশিকা অনুযায়ী, ট্রেন ধরতে এসে আর স্টেশনে অপেক্ষা করতে পারবেন না যাত্রীরা। সময়ের আগে পৌঁছে গেলে বাতানুকূলহীন প্রতীক্ষালয়(নন এসি) অপেক্ষা করার জন্য প্রতি ঘন্টা পিছু যাত্রীকে দিতে হবে ৩০ টাকা। ট্রেনের সময়সূচির ৩০ মিনিট আগেই স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। এরফলে ঘুরিয়ে যাত্রীদের প্রতীক্ষালয় অপেক্ষা করাবার “ফন্দি” এঁটেছে রেল।

রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনের ছাড়ার সময় থেকে তিন ঘন্টা আগে যাত্রীরা স্টেশনের প্রতীক্ষালয়ে ঢুকতে পারবেন। প্রতীক্ষালয়ের জন্য প্রত্যেক যাত্রীকে ঘন্টা পিছু ৩০ টাকা করে দিতে হবে। উল্লেখ্য বেশ কিছু বছর আগে থেকেই উচ্চ শ্রেণীর যাত্রীদের থেকে প্রতীক্ষালয় প্রতীক্ষা করার জন্য ঘন্টা পিছু ১০ টাকা করে ধার্য করা হয়। নন এসি প্রতীক্ষালয় গুলি এতদিন পর্যন্ত যাত্রীরা বিনা পয়সায় ব্যবহার করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে এই প্রতীক্ষালয় গুলি ব্যবহার করার জন্য যাত্রীদের প্রতি ঘন্টায় ৩০ টাকা করে দিতে হবে।

rail

পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের উপর চাপ সৃষ্টি হবে। কিন্তু ঝামেলা কম করার জন্য ও খরচ কমানোর জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন এই প্রতীক্ষালয় গুলির ভার দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। রক্ষণাবেক্ষণ থেকে সাফাই ,সমস্ত কিছুই তারা দেখবে। এর ফলে বেশ কিছুটা দায়িত্ব কমবে রেলের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর