বাংলা হান্ট ডেস্ক: যাঁরা পোষা প্রাণী ভালোবাসেন কিংবা পশুপালনের মাধ্যমে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য একটি দুর্দান্ত সুখবর সামনে এল। মূলত, এবার তাঁদের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে। ইতিমধ্যেই রাজস্থান স্টাফ সিলেকশন কমিশন (RSMSSB) অ্যানিম্যাল অ্যাটেনডেন্ট (Animal Attendant) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেটি থেকে জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫,৯৩৪ টি শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৩ অক্টোবর ২০২৩ থেকে। প্রার্থীরা আগামী ১১ নভেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দিতেও পারবেন। এমতাবস্থায়, বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এই পদের জন্য পরীক্ষা আগামী বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন হবে।
বয়সসীমা এবং শূন্যপদের বিবরণ: অ্যানিম্যাল অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। পাশাপাশি, সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৪০ বছর। তবে, রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেবে।
আরও পড়ুন: সারাজীবনেও কামাতে পারবেন না এত, আম্বানির পুত্রবধূর পড়াশোনার খরচ জানলে আঁতকে উঠবেন
পাশাপাশি, এই শূন্যপদের মাধ্যমে অ্যানিম্যাল অ্যাটেনডেন্ট Non TSP-র ৫,২৮১ টি শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি, TSP-র ৬৫৩ টি শূন্যপদ রয়েছে। এদিকে, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে তাঁদের দেবনাগরী লিপি এবং রাজস্থানের সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই সম্পর্কিত আরও তথ্যের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীরা rsmssb.rajasthan.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন: ১৩ বছরের মধ্যে দাম পৌঁছেছে সর্বোচ্চে! এবার উৎসবের মরশুমে চিনি কিনতে গিয়ে পকেটে পড়বে টান
কিভাবে করবেন আবেদন:
১. আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে rsmssb.rajasthan.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. আবেদন করার আগে, অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ুন।
৩. আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন, স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
৪. তারপর আবেদন ফি জমা করুন।
৫. সবশেষে জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট বের করে নিন।
কত দিতে হবে আবেদন ফি: এক্ষেত্রে জেনারেল প্রার্থীদের আবেদন ফি বাবদ ৬০০ টাকা দিতে হবে। এছাড়াও, OBC, NCL, SC, ST শ্রেণির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৪০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন।