বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Indian Railways) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। দূরের কোনও সফর হোক কিংবা কাছের কোনও গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথের জুড়ি মেলা ভার। তবে, ট্রেনে চেপে সফরের ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম। যেগুলি সঠিকভাবে মেনে চলা না হলে জরিমানার সম্মুখীন হতে হয় যাত্রীদের। শুধু তাই নয়, হতে পারে জেলও।
ট্রেনে (Indian Railways) সফরের সময়ে মানতে হয় নিয়ম:
অনেক সময় দেখা যায় যে, দূরপাল্লার ট্রেনে (Indian Railways) সফরকালে ট্রেনের বালিশ কিংবা কম্বল চুরি হয়ে যায়। বিশেষ করে AC কোচে ভ্রমণকারী যাত্রীদের রেল দ্বারা বেডরোল কিট দেওয়া হয়। যার মধ্যে বিছানার চাদর, কম্বল, বালিশ এবং বালিশের কভারের মতো সুবিধা রয়েছে। তবে যাত্রীদের দ্বারা এগুলি চুরির অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে, যার ফলে রেলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিবছর কয়েক লক্ষ টাকার ক্ষতি: রেলের (Indian Railways) তথ্য অনুসারে, ২০১৭-১৮ সালে ওয়েস্টার্ন রেলওয়ে থেকে বিপুল সংখ্যক বেডরোল চুরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ১.৯৫ লক্ষ তোয়ালে, ৮১,৭৩৬ টি বিছানার চাদর, ৫,০৩৮ টি বালিশ, ৫৫,৫৭৩ টি বালিশ কভার এবং ৭,০৪৩ টি কম্বল রয়েছে। কিছু কিছু যাত্রী ক্রমাগত এই ঘটনাগুলি ঘটান। যার ফলে বিপুল আর্থিক ক্ষতি করছে রেলের।
আরও পড়ুন: শৌচালয়ের নাম করে সীমান্তে বাঙ্কার বানাচ্ছে পাকিস্তান! ভারতের হাতে ধরা পড়তেই….
কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে: সবসময় মনে রাখতে হবে, রেলের (Indian Railways) সম্পত্তি চুরি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। রেলওয়ে সম্পত্তি আইন, ১৯৬৬-র অধীনে, যদি কোনও যাত্রী রেলের কোনও জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ে সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। আইন অনুযায়ী, প্রথমবার ধরা পড়লে এক বছরের জেল বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি, ওই যাত্রী ফের চুরি করতে ধরা পড়েন বা সেক্ষেত্রে তাঁর ৫ বছর পর্যন্ত জেল এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে।
আরও পড়ুন: আর নয়! চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে চলেছে রোহিত শর্মার শেষ ICC টুর্নামেন্ট? মিলল বড় আপডেট
প্রসঙ্গত উল্লেখ্য, ট্রেনে (Indian Railways) সফর শেষ হওয়ার পর যাত্রীদের কম্বল, চাদর, বালিশ ইত্যাদি তাঁদের আসনগুলিতে রেখে যাওয়ার জন্য বা কোচের অ্যাটেনডেন্টের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করা হয়। ওইসব জিনিসপত্রগুলি চুরি হলে রেল যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনি যাত্রী পরিষেবার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয়।