সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি ট্রাইয়ের, না মানলেই ২ বছর ব্লক হবে নম্বর

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহত্তম মোবাইল ব্যবহারকারীদের দেশ। সরকারি ভাবে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত। মোবাইল সংখ্যাও তাই এখানে স্বাভাবিকভাবেই বেশি। এছাড়াও এখানে একজন ব্যক্তির কাছে একাধিক সিম বা নম্বর থাকে। সেই জন্য ভারতবর্ষের অধিক পরিমাণ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দেখা যায়। সিম কার্ড ব্যবহারকারীদের সুরক্ষা ও নিয়ম যাতে সঠিক থাকে সেই ব্যাপারটি দেখে কেন্দ্রীয় সংস্থা ট্রাই (Telecom Regulatory Authority of India)।

দেশের সুরক্ষার্থে ও ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝেমধ্যেই নতুন নির্দেশিকা জারি করে ট্রাই। এবার ট্রাই আবার একটি নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম যদি না মানা হয় তাহলে দু বছরের জন্য সিম কার্ড ব্লক (SIM Card Block) হয়ে যেতে পারে। মূলত স্প্যাম কলের কথা মাথায় রেখে ট্রাই এই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন যাচ্ছে কেন্দ্র সরকার আরও কড়া হচ্ছে স্প্যাম কলের ব্যাপারে। এবার সেই বিষয়ে হস্তক্ষেপ করল ট্রাইও।

টেলিকম সংস্থাগুলির সাথে ট্রাই স্প্যাম কলের ব্যাপারে একটি বৈঠক করে গত ২৩ ফেব্রুয়ারি। সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে। সেই বৈঠকে ঠিক করা হয়, কোনও ব্যক্তি যদি তার ব্যক্তিগত নম্বর ব্যবসায়িক কাজে বা আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করে থাকেন তাহলে তার নম্বর দু বছরের জন্য ব্লক হয়ে যাবে। পাশাপাশি ওই ব্যক্তির নামে নতুন সিম কার্ডও ইস্যু করা হবে না।

sim news

এমন অনেক সংস্থা রয়েছে যাদের কর্মীরা ব্যক্তিগত নম্বর ব্যবহার করে ব্যবসায়িক কাজ করেন। ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী এমন কাজ করা এখন অপরাধ। গ্রাহকরা যাতে প্রমোশনাল কল বুঝতে পারেন তেমন নম্বরই ব্যবহার করতে হবে। এছাড়াও ট্রাই বলেছে, ব্যাঙ্কিং/ ইনসুওরেন্স/ ফাইন্যান্সিয়াল প্রডাক্ট/ ক্রেডিট কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, অটোমোবাইল, কমিউনিকেশন/বিনোদন/সম্প্রচার/আইটি, পর্যটন, এই ধরনের বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা ধরনের নম্বর জারি করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর