এই নথি না থাকলে মিলবে না চাকরি, কেড়ে নেওয়া হবে ভোটাধিকার! কড়া আইনের পথে কেন্দ্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনও নাগরিকের জীবনে অন্যতম এক গুরুত্বপূর্ণ নথি হল বার্থ সার্টিফিকেট (birth certificate) বা জন্ম শংসাপত্র। আর এবার এই শংসাপত্র নিয়ে আরও কড়াকড়ি নির্দেশ কেন্দ্রের।

প্রত্যক মানুষের যে কোনো কাজের জন্যই বিশেষ জরুরি বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। সরকারি কোনো কাজই সম্পন্ন হয় না এই নথি ছাড়া। আর এই শংসাপত্র নিয়ে এবার আরও কড়া পদক্ষেপের পথে অগ্রসর কেন্দ্র।

সূত্রের খবর, কেন্দ্রর দিতে চলা সংশোধনীর প্রস্তাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি থেকে শুরু করে ভোটার তালিকায় (Voter List) নাম তোলা, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এমনকি কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরি পেতে হলে জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আরও শোনা যাচ্ছে জন্ম সার্টিফিকেটের পাশাপাশি, ডেথ সার্টিফিকেটের (Death Certificate) ক্ষেত্রেও কড়াকড়ির নির্দেশ দিতে চলেছে কেন্দ্র।

জানা যাচ্ছে সংসদের আসন্ন অধিবেশনে ১৯৬৯ সালের জন্ম রেজিস্ট্রেশন আইনে সংশোধনী আনার কথা ভাবছে কেন্দ্র। প্রসঙ্গত ১৯৬৯ সালের জন্ম রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যে কোনো ব্যাক্তির জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তা না করা হলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই জন্ম বা মৃত্যু শংসাপত্র তৈরির ক্ষেত্রে নানা সময় গাফিলতি করে পরিজনেরা। আর সেই গাফিলতি এড়াতেই এবার এই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X