বাংলা হান্ট ডেস্কঃ ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে বেশিরভাগ ব্যাঙ্ক। ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) মতো বেসরকারি ব্যাঙ্কগুলিতে এখন বাম্পার সুদ দিচ্ছে। কারণ কয়েক মাস আগেই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ফলস্বরূপ, এখন FD করলেই ভালো রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে।
আর সেই কারণেই দেশের অধিকাংশ মানুষই এখন এফডি-তে বিনিয়োগ করার কথা ভাবছে। কারণ, বিনিয়োগের মাধ্যম হিসেবে FD সবদিক দিয়ে নিরাপদ এবং এখানে টাকা বিনিয়োগ করাও সহজ। তবে জানেন কি, এফডির কিছু বিশেষ নিয়মও আছে। এইসব নিয়ম লঙ্ঘন করলে যথাযথ রিটার্ন পাওয়া সম্ভব নয়। যদি না জেনে থাকেন তাহলে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
প্রথমেই মনে রাখবেন যে, ফিক্সড ডিপোজিট থেকে আয়ের উপর কর দিতে হয়। এক্ষেত্রে কোনরকম ছাড় পাওয়া যায়না। আপনি যে পরিমাণ টাকা এখানে বিনিয়োগ করবেন তার সাথে এই কর যোগ হবে। এক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স প্রযোজ্য হবে। এরপর যখন আইটি ফাইল করা হয় অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল করা হয় তখন এফডি থেকে আপনার যে আয় হয় সেটাকে ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে দেখানো হয়।
এই ভুল করলেই বিপদ: তবে আপনি যদি আপনার আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করেন তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ফর্ম ১৫জি/এইচ জমা দেওয়ার অনুমতি দেবেনা। এবং ১০ শতাংশের জায়গায় ২০ শতাংশ হারে টিডিএস কাটা যাবে আপনার। অর্থাৎ এফডি করলে বেশি টাকা কাটবে।
উল্লেখ্য, আধার এবং প্যান কার্ড লিঙ্ক করানোর শেষ তারিখ ছিল গত ৩০ জুন। এই সময়ের মধ্যে যারা প্যান এবং আধার লিঙ্ক করাননি তাদের প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে।
এমতাবস্থায় টাকা বাঁচাবেন কীভাবে : আপনি যদি আপনার অর্থ সুরক্ষিত করতে চান তাহলে প্রথমেই আপনার প্যান কার্ডকে সক্রিয় করতে হবে। আয়কর বিভাগের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিষ্ক্রিয় প্যানকার্ডকে সক্রিয় করতে হলে ই-ফাইলিং পোর্টালে আবেদন করতে হবে। এবং সেক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে জরিমানা দেওয়ার সাথে সাথেই প্যানকার্ড সক্রিয় হবেনা। কমপক্ষে ৩০ দিন অপেক্ষা করতে হবে এটার জন্য।
টিডিএস কখন কাটা হয় : জানিয়ে রাখি, FD-র সুদ ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হয়। এবং বর্ষিয়ান নাগরিকদের ক্ষেত্রে সেই অঙ্ক ৫০ হাজার টাকা। আপনার এফডি-তে সুদের টাকা আসার পর একটি নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক এই টাকা কেটে নেয়। এটার সাথে এফডি ম্যাচুরিটির কোন সম্পর্ক নেই।