বাংলা হান্ট ডেস্ক: বর্তমানকালে আমরা দিনের বেশকিছুটা সময় সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে কাটাই। যেখানে দেশ-বিদেশের বিভিন্ন আপডেট পাওয়া যায়। যদিও, সেগুলির মধ্যে এমন কিছু তথ্য থাকে যেগুলি নেটিজেনদের গভীরভাবে প্রভাবিত করে। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি নেটমাধ্যমে একটি খবর খুব ভাইরাল (Viral) হচ্ছে।
মূলত, ওই খবরে বলা হয়েছে যে, এবার লোকসভা নির্বাচনে যিনি ভোট দেবেন না, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। এদিকে, আমরা সকলেই জানি যে, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেশের প্রতিটি জনগণের রয়েছে। কিন্তু, ভোট না দিলে টাকা কেটে নেওয়ার বিষয়টিতে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সকলে। এমনকি, ওই খবরটি আদৌ সত্য কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
ফ্যাক্ট চেক মারফত সামনে এল আসল তথ্য: মূলত, সংবাদপত্রের একটি কাটিং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই লেখা ছিল যে, এবার লোকসভা নির্বাচনে যদি কোনো ব্যক্তি ভোট না দেন, সেক্ষেত্রে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। এমতাবস্থায়, PIB যখন এই ভাইরাল খবরের সত্যতা যাচাই করে, তখনই সামনে আসে আসল বিষয়টি।
ওই খবটিকে “ভুয়ো” বলে গণ্য করা হয় PIB-র তরফে। পাশাপাশি, জানানো হয় যে, নির্বাচন কমিশন এই ধরণের কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু তাই নয়, PIB সবাইকে এই ধরণের খবর শেয়ার না করার জন্য অনুরোধও জানায়। এরপর নির্বাচন কমিশন এক টুইট বার্তায় এই ভাইরাল খবরকে “ভুয়ো” আখ্যা দিয়ে জনগণকে এই ধরণের খবর থেকে সতর্ক থাকতে বলেছে।
https://twitter.com/PIBFactCheck/status/1570669540610289666?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570669540610289666%7Ctwgr%5E7849e1b9bdacc4768d7eb64e2b4bf118817459ba%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Findia%2Fknow-here-truth-of-viral-news-that-if-person-doesnt-vote-350-rupees-will-be-cut-from-bank-account%2F1355407
২০১৯ সালেও হয়েছিল ভাইরাল: নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, ২০১৯ সালে ভাইরাল হওয়া ভুয়ো খবরগুলি ফের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এমতাবস্থায়, নির্বাচন কমিশন এক টুইট বার্তায় জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ মিথ্যে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, PIB এই ধরণের ভাইরাল মেসেজ পরীক্ষা করে এবং দেশের নাগরিকদের এগুলির সত্যতা সম্পর্কে অবহিত করে। পাশাপাশি, সরকার সংক্রান্ত কোনো খবর সত্য না ভুয়ো তা জানতে পিআইবি ফ্যাক্ট চেকের সাহায্য নিতে পারেন আপনিও। যে কোনো ব্যক্তিই PIB ফ্যাক্ট চেক করার জন্য 918799711259 এই WhatsApp নম্বরে স্ক্রিনশট, টুইট, ফেসবুক পোস্ট বা সন্দেহজনক খবরের URL পাঠাতে পারেন। অথবা সরাসরি pibfactcheck@gmail.com-এ মেইলও করতে পারেন।